সিএনজিচালিত অটোরিকশা শ্রমিকদের রাস্তায় শৃঙ্খলভাবে গাড়ি চালানোর আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। তিনি শ্রমিকদের উদ্দেশ্য বলেন, আপনারা রাস্তায় শৃঙ্খলা অনুযায়ী গাড়ি চালাবেন। সেইসঙ্গে মানুষের সেবা করবেন।
Advertisement
শনিবার (২২ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে জাতীয়তাবাদী সিএনজিচালিত অটোরিকশা শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় এ আহ্বান জানান তিনি।
আলোচনা সভায় সিএনজিচালিত অটোরিকশা শ্রমিক দলের পক্ষ থেকে ১২টি দাবি জানানো হয়েছে। এর মধ্যে ১০টি দাবির প্রতি সমর্থন জানিয়ে ড. আবদুল মঈন খান বলেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা যদি ক্ষমতায় আসতে পারি এবং কোনো দায়িত্ব পাই, তাহলে সবার আগে আপনাদের যৌক্তিক দাবিগুলো পূরণে কাজ করবো।
তিনি বলেন, আমি আইটি মন্ত্রী ছিলাম। আইটি বাংলাদেশে প্রসারের জন্য আমিই সর্বপ্রথম কাজ করেছি। এ দেশের সাবমেরিন ক্যাবল আমি খালেদা জিয়াকে দিয়ে উদ্বোধন করেছি।
Advertisement
আলোচনা সভায় খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ার, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন, জাতীয়তাবাদী সিএনজিচালিত অটোরিকশা শ্রমিক দলের সভাপতি ভিপি রুহুল আমীন মুন্সি, সহ-সভাপতি আলতাব হোসেন সরদারসহ অনেকে উপস্থিত ছিলেন।
কেএইচ/এমএএইচ/এএসএম