মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ও বিমান বাহিনীর জেনারেল চার্লস কিউ ব্রাউনকে বরখাস্ত করেছেন। শুধু তাই নয়, আরও পাঁচজন অ্যাডমিরাল ও জেনারেলকে বরখাস্ত করা হয়েছে। বলা হচ্ছে, মার্কিন সামরিক নেতৃত্বে এটি বড় ঝাঁকুনি।
Advertisement
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেছেন, তিনি ব্রাউনের জায়গা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল ড্যান ‘রাজিন’ কেইনকে মনোনয়ন দেবেন।
এফ-১৬ যুদ্ধবিমানের সাবেক পাইলট কেইন গত বছরের শেষ পর্যন্ত সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সিতে সামরিক বিষয়ক সহযোগী পরিচালক ছিলেন।
যুক্তরাষ্ট্রে প্রতিরক্ষা বিষয়ক কর্মকাণ্ডের কেন্দ্রস্থল পেন্টাগন জানিয়েছে, নৌবাহিনী প্রধান, বিমান বাহিনীর উপপ্রধান এবং সেনা, নৌ ও বিমান বাহনীর অ্যাডভোকেট জেনারেল পদেও রদবদল করতে যাচ্ছেন প্রেসিডেন্ট।
Advertisement
অন্যদিকে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) পেন্টাগন জানিয়েছে, পাঁচ হাজার চারশ কর্মী ছাঁটাই করা হবে।
এই কর্মী ছাঁটাইয়ের পদক্ষেপটি আগামী সপ্তাহে কার্যকর হতে পারে। যা প্রতিরক্ষা বিভাগের ৫০ হাজার কর্মী ছাঁটাইয়ের অংশ।
ড্যারিন সেলনিক নামের একজন শীর্ষ কর্মকর্তা বলেছেন, পেন্টাগন নিয়োগ স্থগিত করবে এবং শেষ পর্যন্ত নয় লাখ ৫০ হাজার শক্তিশালী বেসামরিক কর্মীর সংখ্যা ৫ থেকে ৮ শতাংশ কমানো হতে পারে।
এই ছাঁটাই টেক বিলিয়নিয়ার ইলন মাস্কের নেতৃত্বে দ্রুতগতিতে চলমান সংস্কারের সর্বশেষ পদক্ষেপ। এরই মধ্যে বিভিন্ন সংস্থার ২০ হাজার কর্মী ছাঁটাই করা হয়েছে।
Advertisement
দ্বিতীয় দফায় ক্ষমতাগ্রহণের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কেন্দ্রীয় সরকারের ব্যয় কমানোর উদ্যোগ নিয়েছেন। এরই অংশ হিসেবে তিনি বিভিন্ন সংস্থার কর্মী ছাঁটাই করছেন।
সূত্র: রয়টার্স
এমএসএম