খেলাধুলা

ভারত ম্যাচ নিয়ে বাংলাদেশকে কটাক্ষ শেবাগের

পাওয়ার প্লে-তে ব্যাটিং ও বোলিং ভালো করতে পারলে হয়তো ভারতের বিপক্ষে লড়াই করতে পারতো বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত লড়াইটা ঠিকমতো জমে না ওঠেনি। ২১ বল আর ৬ উইকেট হাতে রেখে নাজমুল হোসেন শান্তর দলকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করে ভারত।

Advertisement

২২৮ রানের পুঁজি নিয়ে একটা সময় বাংলাদেশ টানটান উত্তেজনা তৈরি করেছিল। ১৪৪ রানে ভারতের ৪ উইকেট তুলে নিয়েছিল লাল-সবুজের দল। হয়তো আরও দুই একটি উইকেট ফেলতে পারলে ম্যাচ শেষ বল পর্যন্ত গড়াতে পারতো, ফলাফল ইতিবাচকও হতে পারতো।

তবে ভারতের সাবেক ওপেনার বিরেন্দর শেবাগ এই ধারণা উড়িয়ে দিয়ে বলেছেন, বাংলাদেশ কখনো ভারতকে বিপদে ফেলতে পারতো না। দুবাইয়ে ২২৮ রানের স্কোরকেও রক্ষা করতে পারতো না।

‘ক্রিকবাজ’ লাইভের এসে বাংলাদেশকে এক রকম কটাক্ষই করেছেন শেবাগ। তিনি বলেন, ‘আমি মনে করি না, ভক্তদের মধ্যে কোনো উত্তেজনা ছিল। এটা বাংলাদেশ... তোমরা আমাকে এমনভাবে তাদের প্রশংসা করতে বলছ যেন তারা অবিশ্বাস্য দল।’

Advertisement

তিনি এক প্রশ্নের উত্তরে বলেন, ‘বাংলাদেশকে ভয়? আমি যখন খেলতাম, তখন কখনো ভয় পাইনি, তাহলে আজ এখানে স্টুডিওতে বসে আমি কেন ভয় পাব? এটা বাংলাদেশ, অস্ট্রেলিয়া বা পাকিস্তান নয় যে তারা অস্বাভাবিক পারফরম্যান্স দিতে পারে। আমি মনে করি না, এই ম্যাচের সময় কোনো ভারতীয় সমর্থকের মনে ১ শতাংশ ভয়ও ছিল।’

ভারত শেষ পর্যন্ত ২১ বল বাকি থাকতে জয় নিশ্চিত করে,। লোকেশ রাহুল ও শুভমান গিলের ৮৭ রানের অপরাজিত জুটি দলকে বড় কোনো ধাক্কা ছাড়াই জয়ের দিকে নিয়ে যায়। গিল শতকও পূর্ণ করেন।

শেবাগ মনে করেন, গুরুত্বপূর্ণ সময়ে কয়েকটি উইকেট না পড়লে এই লক্ষ্য আরও দ্রুত তাড়া করা যেত।

ভারতীয় দলের সাবেক ওপেনার বলেন, ‘এটা খুবই সহজ ম্যাচ ছিল। প্রায় চার ওভার বাকি থাকতে জিতে গেছি। গিল ধৈর্য ধরে ধীরে খেলছিল। যদি রোহিত শর্মা, বিরাট কোহলি বা শ্রেয়াস আয়ার কিছুক্ষণ বেশি সময় টিকে থাকত, তাহলে এই ম্যাচ ৩৫ ওভারের মধ্যেই শেষ হয়ে যেত।’

Advertisement

এমএইচ/জিকেএস