দেশজুড়ে

গাজীপুরে শিবির নেতাকে নির্যাতনের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

গাজীপুরে ফজলে রাব্বি নামের এক শিবির নেতাকে দীর্ঘসময় আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে।

Advertisement

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাতে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে বাঁশপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ফজলে রাব্বি তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার শিক্ষার্থী ও শিবিরের ওয়ার্ড সভাপতি।

এ ঘটনায় শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ছাত্রশিবিরের গাজীপুর মহানগর সভাপতি রেজাউল ইসলাম ও সেক্রেটারি মু. জাকির হোসাইন এক যৌথ বিবৃতিতে তীব্র প্রতিবাদ জানান। অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

Advertisement

বিবৃতিতে শিবির নেতারা জানান, কুয়েটে ছাত্রদলের হামলার প্রতিবাদে ফেসবুকে স্ট্যাটাস দিলে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার আলিম শ্রেণির শিক্ষার্থী ও ছাত্রশিবিরের ওয়ার্ড সভাপতি ফজলে রাব্বিকে ছাত্রদলের নেতাকর্মীরা দীর্ঘসময় আটকে রেখে নির্যাতন করেন। হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করা হয়। ঘটনা জানতে পেরে শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এসময় শিক্ষার্থীরা মামুন নামের ছাত্রদল এক কর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করে।

এ বিষয়ে গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রুহানুজ্জামান শুক্কুর বলেন, তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসায় ছাত্রদলের কোনো ইউনিট বা কমিটি নেই। বিষয়টি ছাত্রশিবিরের অভ্যন্তরীণ বিষয়। এ ঘটনার সঙ্গে ছাত্রদলের কোনো নেতাকর্মী জড়িত নয়।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে।

আমিনুল ইসলাম/এসআর/জিকেএস

Advertisement