খেলাধুলা

তাসকিনের ব্রেকথ্রু, দুর্দান্ত মাইলফলক ছুঁয়ে ফিরলেন রোহিত

পুঁজি মাত্র ২২৮ রানের। জয় দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করতে হলে এই রানেই ভারতীয়দের আটকাতে হতে বাংলাদেশের। পাওয়ার প্লে-তেই ফেলতে হতো উইকেট। কিন্তু ব্যাটিংয়ে হতাশ করার পর বোলিংয়েও চমক দেখাতে পারেনি নাজমুল হোসেন শান্তর দল। ১০তম ওভারে রোহিত শর্মার উইকেট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে টাইগারদের।

Advertisement

পাওয়ার প্লে-তে মাত্র ১ উইকেট হারানো ভারত রানও তুলেছে বলের সঙ্গে পাল্লা দিয়ে বা তার চেয়ে বেশি গতিতে। ১০ ওভারের খেলা শেষে ভারতীয়দের সংগ্রহ ১ উইকেটে ৬৯ রান। বিরাট কোহলি ০, আর শুবমান গিল খেলছেন ২৬ রানে।

টাইগার পেসার তাসকিন আহমেদের করা ইনিংসের দশম ওভারের পঞ্চম বলে আউট হওয়ার আগেই দুর্দান্ত মাইলফলক স্পর্শ করেছেন রোহিত। ভারতের দ্বিতীয় দ্রুততম ব্যাটার হিসেবে ১১ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন তিনি।

এই মাইলফলক ছুঁতে ডানহাতি অভিজ্ঞ ব্যাটারের লেগেছে ২৬১ ইনিংস। এর আগে ২২২ ইনিংসে ১১ হাজার রান করেছিলেন কোহলি।

Advertisement

এর আগে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে তাওহিদ হৃদয়ের (১১৮ বলে ১০০) বীরোচিত সেঞ্চুরির পরও ২২৮ রানে অলআউট হয় বাংলাদেশ।

এমএইচ/জেআইএম