ধর্ম

যে কোনো প্রয়োজন পূরণের জন্য যে আমল করবেন

আবদুল্লাহ ইবনে আবি আওফা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, যে ব্যক্তির আল্লাহ তাআলার কাছে অথবা কোনো আদম সন্তানের কাছে কোনো প্রয়োজন আছে সে যেন প্রথমে উত্তমরূপে অজু করে, তারপর দুই রাকাত নামাজ আদায় করে, তারপর আল্লাহ তাআলার প্রশংসা করে এবং আল্লাহর রাসুলের (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি) দরুদ ও সালাম পাঠ করে, তারপর এ দোয়া পাঠ করে,

Advertisement

لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ الْحَلِيمُ الْكَرِيمُ سُبْحَانَ اللَّهِ رَبِّ الْعَرْشِ الْعَظِيمِ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ أَسْأَلُكَ مُوجِبَاتِ رَحْمَتِكَ وَعَزَائِمَ مَغْفِرَتِكَ وَالْغَنِيمَةَ مِنْ كُلِّ بِرٍّ وَالسَّلاَمَةَ مِنْ كُلِّ إِثْمٍ لاَ تَدَعْ لِي ذَنْبًا إِلاَّ غَفَرْتَهُ وَلاَ هَمًّا إِلاَّ فَرَّجْتَهُ وَلاَ حَاجَةً هِيَ لَكَ رِضًا إِلاَّ قَضَيْتَهَا يَا أَرْحَمَ الرَّاحِمِينَ

উচ্চারণ: লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারিম। সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আজিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসআলুকা মুজিবাতি রাহমাতিকা ও আযায়িমা মাগফিরাতিকা ওয়াল গানিমাতা মিন কুল্লি বিররিন ওয়াস-সালামাতা মিন কুল্লি ইসমিন লা তাদা’ লি জাম্বান ইল্লা গাফারাতহু ওয়া লা হাম্মান ইল্লা ফাররাজতাহু ওয়া লা হাজাতান হিয়া লাকা রিদান ইল্লা কাযাইতাহা ইয়া আরহামার রাহিমিন।

অর্থ: আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি ধৈর্যশীল ও মহামহিম। মহান আরশের মালিক আল্লাহ তা’আলা খুবই পবিত্র। সকল প্রশংসা সারা বিশ্বের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য। হে আল্লাহ! আমি আপনার কাছে আপনার রহমত লাভের উপায়সমূহ, আপনার ক্ষমা লাভের কঠিন ওয়াদা, প্রত্যেক ভাল কাজের ঐশ্বর্য এবং সকল খারাপ কাজ থেকে নিরাপত্তা চাচ্ছি। হে মহা অনুগ্রহকারী! আমার প্রতিটি অপরাধ ক্ষমা করুন, আমার প্রতিটি দুশ্চিন্তা দূর করে দিন এবং যে প্রয়োজন ও চাহিদা আপনার সন্তুষ্টি লাভের কারণ হয় তা পরিপূর্ণ করে দিন। (সুনানে তিরমিজি: ৪৭৯)

Advertisement

যে কোনো প্রয়োজন দেখা দিলে আমরা নবিজির (সা.) শেখানো আমলটি করতে পারি:

১. প্রথমে উত্তমরূপে অজু করবো।

২. তারপর দুই রাকাত নামাজ আদায় করবো।

৩. নামাজের পর আল্লাহ তাআলার তসবিহ পাঠ করবো বা প্রশংসা করবো; এই ধাপে আমরা নামাজের শুরুতে যে সানা পাঠ করি, সেটি অর্থ বুঝে পাঠ করতে পারি।

৪. নবিজির যে কোনো দরুদ পাঠ করবো।

Advertisement

৫. সব শেষে উল্লিখিত দোয়াটি পাঠ করবো।

তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা আমাদের ওপর রহম করবেন। আমাদের প্রয়োজন পূরণ করবেন, অভাব দূর করে দেবেন।

ওএফএফ/জেআইএম