পাবনার সাঁথিয়ায় এক যুবকের দুই হাতের কব্জি বিচ্ছিন্ন করে দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে সাঁথিয়ার টেলিফোন এক্সচেঞ্জ অফিসের পাশে এ ঘটনা ঘটে।
Advertisement
বিষয়টি নিশ্চিত করেছেন সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান।
ভুক্তভোগী যুবক সাঁথিয়া কলেজ পড়া গ্রামের নুর ইসলামের ছেলে আশরাফুল ইসলাম (৩২)। বিভিন্ন অভিযোগে তার নামে ৯টি মামলা রয়েছে। তার নামে গ্রেফতারি পরোয়ানাও জারি রয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে টেলিফোন এক্সচেঞ্জ অফিসের পাশে দাঁড়িয়ে ছিলেন আশরাফুল। এসময় কয়েকজন দুর্বৃত্ত এসে তার ওপর হামলা করে দুই হাতের কব্জি বিচ্ছিন্ন করে দেয়। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
Advertisement
ওসি সাইদুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আলমগীর হোসাইন/এসআর/জেআইএম