৩৫ রানে ছিল না ৫ উইকেট। এরপর জাকের আলী ও তাওহিদ হৃদয়ের ১০৮ রানের অপরাজিত জুটিতে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দুজনই হাঁকিয়েছেন ফিফটি। জাকের ৫৩ আর হৃদয় ব্যাট করছেন ৫৪ রানে।
Advertisement
এই প্রতিবেদন লেখার সময় টাইগারদের দলীয় রান ৩৭ ওভারের খেলা শেষে ৫ উইকেটে ১৪২ রান।
এর আগে বৃহস্পতিবার দুবাই ইন্টারন্যাশাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে আসা-যাওয়ার মিছিলে যুক্ত হন ওপেনার সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, ওপেনার তানজিদ তামিম ও মুশফিকুর রহিম।
৫ বল খেলে কোনো রান করে ইনিংসের প্রথম ওভারে মোহাম্মদ শামির বলে উইকেটের পেছনে লোকেশ রাহুলেরর হাতে ক্যাচ হন সৌম্য।
Advertisement
হর্ষিত রানার পরের ওভারে শর্ট কভারে কোহলিকে সহজ ক্যাচ দিয়ে ফেরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনিও রানের খাতা খুলতে পারেননি।
এরপর মিরাজকে নিয়ে কিছুটা স্থির হওয়ার চেষ্টা করেন তানজিদ। কিন্তু ২৪ রানের জুটি ভাঙে মিরাজ ১০ বলে ৫ রান করে আউট হলে। শামির বলে শুবমান গিলের হাতে ক্যাচ হন মিরাজ।
নবম ওভারে টানা দুই বলে দুই উইকেট শিকার করেন অক্ষর প্যাটেল। দ্বিতীয় বলে তানজিদ ও তৃতীয় বলে নতুন ব্যাটার মুশফিককে তুলে নেন তিনি। ২৫ বলে ২৫ রান করে উইকেটের পেছনে ক্যাচ হন তানজিদ। আর গোল্ডেন ডাক (১ বলে ০) মারেন মুশফিক। তিনিও বিহাইন্ড দ্য উইকেটে রাহুলের হাতে ধরা পড়েন।
এরপরই ষষ্ঠ উইকেটে জাকের ও হৃদয়ের সেই জুটি।
Advertisement
এমএইচ/জিকেএস