দেশের পাঁচটি অঞ্চলে সন্ধ্যা ৬টার মধ্যে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দেশের নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
Advertisement
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, যশোর, কুষ্টিয়া, পাবনা, ফরিদপুর ও খুলনা অঞ্চলগুলোর ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরগুলোকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে, দেশের ৫ বিভাগে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দুই-এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসময় সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আগামীকাল শুক্রবারের পূর্বাভাসে বলা হয়, এদিন সিলেট বিভাগের দুই-এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
Advertisement
আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, আগামী শনিবার পর্যন্ত তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। সকালে শীতের অনুভূতি থাকলেও দিনে গরম বাড়বে। এসময় বিচ্ছিন্নভাবে দেশের বিভিন্ন জায়গায় হালকা বৃষ্টি হতে পারে।
আজ (বৃহস্পতিবার) দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ২০.৬ ডিগ্রি সেলসিয়াস।
এমএমএআর/জিকেএস
Advertisement