অর্থনীতি

শেষের ধাক্কায় বাড়লো সূচক-লেনদেন

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের বেশিরভাগ সময় মূল্যসূচক ঋণাত্মক থাকলেও শেষ পর্যন্ত প্রধান মূল্যসূচক বেড়েই দিনের লেনদেন শেষে হয়েছে। শেষ ২০ মিনিটের লেনদেনে বাজারে ক্রেতার আধিক্য থাকায় সূচকের এই ঊর্ধ্বমুখিতার দেখা মিলেছে। সেই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ।

Advertisement

ঢাকা স্টক এক্সচেঞ্জের মতো অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) মূল্যসূচকের ঊর্ধ্বমুখিতার দেখা মিলেছে। সেই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ। পাশাপাশি বাজারটিতে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম।

এদিন ডিএসইতে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে। ফলে লেনদেনের শুরুতেই সূচকের ঊর্ধ্বমুখিতার দেখা মেলে। লেনদেনের প্রথম এক ঘণ্টা বেশিরভাগ প্রতিষ্ঠানের দাম বাড়ার প্রবণতা অব্যাহত থাকে। কিন্তু প্রথম ঘণ্টার লেনদেন শেষ হতেই বদলে যায় বাজারের চিত্র। দাম বাড়ার তালিকা থেকে একের পর এক প্রতিষ্ঠান দাম কমার তালিকায় চলে আসে। ফলে মূল্যসূচক ঋণাত্মক হয়ে পড়ে। এতে বিনিয়োগকারীদের মধ্যে পতনের শঙ্কা পেয়ে বসে।

এ পরিস্থিতিতে লেনদেনের শেষ ২০ মিনিটে বাজারে বিক্রির চাপ কমতে দেখা যায় এবং বাজারে ক্রেতা বাড়তে দেখা যায়। ফলে দাম কমার তালিকা থেকে বেশি কিছু প্রতিষ্ঠান দাম বাড়ার তালিকায় চলে আসে। এতে একদিকে দাম বাড়ার তালিকা বড় হয়, অন্যদিকে প্রধান মূল্যসূচক বেড়েই দিনের লেনদেন শেষ হয়।

Advertisement

আরও পড়ুন

বছরের সর্বোচ্চ লেনদেন, পতনে সূচক বিদেশি প্রতিষ্ঠানকে টেক্কা দিয়ে আইসিবির কাজ পেল কোয়ান্ট ফিনটেক

দিনের লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলে ১৬৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ১৬০টির। এছাড়া ৭৪টির দাম অপরিবর্তিত রয়েছে। এতে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২০০ পয়েন্টে দাঁড়িয়েছে।

অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক আগের দিনের তুলনায় ৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৬২ পয়েন্টে অবস্থান করছে। তবে বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৩ পয়েন্ট কমে ১ হাজার ৯০৯ পয়েন্টে দাঁড়িয়েছে।

প্রধান মূল্যসূচক বাড়ার পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও বেড়েছে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ৪৬৫ কোটি ৬৯ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৪২৭ কোটি ১৩ লাখ টাকা। সে হিসাবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন বেড়েছে ৩৮ কোটি ৫৬ লাখ টাকা।

Advertisement

এ লেনদেনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে গ্রামীণফোনের শেয়ার। টাকার অঙ্কে কোম্পানিটির ১৬ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা সান লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেন হয়েছে ১৪ কোটি ৯৫ টাকার। ১১ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ব্রিটিশ আমেরিকান টোবাকো।

এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- ফু-ওয়াং ফুড, রবি, অগ্নি সিস্টেম, ফু-ওয়াং সিরামিক, ওরিয়ন ইনফিউশন, মিডল্যান্ড ব্যাংক এবং মুন্নু ফেব্রিক্স।

অন্য শেয়ারবাজার সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ১৫ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ২০৮ প্রতিষ্ঠানের মধ্যে ৯৬টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৭৬টির এবং ৩৬টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ১৩ কোটি ৯৭ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৬ কোটি ৩ লাখ টাকা।

এমএএস/ইএ