দেশের মৎস্য সম্পদ রক্ষা ও নৌপথে নিরাপত্তা নিশ্চিতকরণে সাত দিনব্যাপী অভিযানে নিষিদ্ধঘোষিত জাল, মাছ ও মাছের পোনা উদ্ধারসহ ২৫৩ জনকে গ্রেফতার করেছে নৌপুলিশ।
Advertisement
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে নৌপুলিশের (মিডিয়া) পুলিশ সুপার কাজী নুসরাত এদীব লুনা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত সাত দিনব্যাপী নৌপুলিশের বিভিন্ন অভিযানে মোট ১ কোটি ১৯ লাখ ৪৫ হাজার ৬৭৭ মিটার অবৈধ জাল এবং ৪ হাজার ২৬৩ কেজি মাছ, ২১ লাখ ৫২ হাজার পিস বাগদা রেনু পোনা, ৮ লাখ ২৫ হাজার পিস রেনু পোনা, ২২০ কেজি জেলীযুক্ত চিংড়ি, ১৭২ কেজি কাঁকড়া, ৫ কেজি পারশে মাছের পোনা, ২০০ কেজি পাঙ্গাস মাছের পোনা জব্দ করা হয় এবং নদী থেকে ১৮২টি ঝোপঝাড় ধ্বংস করা হয়।
আরও পড়ুন মোহাম্মদপুরে দুজন নিহত, ৫ জন আটকের বিষয়ে যা বলছে আইএসপিআর মধ্যরাতে মোহাম্মদপুরে যৌথবাহিনীর অভিযানে নিহত ২তিনি আরও জানান, নৌপুলিশের এই অভিযানে বৈধ কাগজপত্র না পাওয়ায় ৬০টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে মামলা দায়ের করা হয় এবং ৯টি ড্রেজার জব্দ করা হয়। অভিযানে ২৫৩ জনকে গ্রেফতার করা হয়।
Advertisement
এছাড়াও জব্দকৃত অবৈধ জাল ধ্বংস করা হয়। মাছ এতিমখানায় বিতরণ এবং মাছের রেনু পোনা পানিতে অবমুক্ত করা হয়েছে বলেও জানান পুলিশ সুপার কাজী নুসরাত এদীব লুনা।
টিটি/এমআরএম/জিকেএস