খেলাধুলা

দুবাইয়ে বাংলাদেশ দলের সঙ্গে তামিম ইকবাল

বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন শুরু হচ্ছে আজ (বৃহস্পতিবার)। দুবাইয়ে প্রথম ম্যাচেই টাইগারদের প্রতিপক্ষ টুর্নামেন্টের অন্যতম ফেবারিট ভারত।

Advertisement

বড় প্রতিপক্ষের বিপক্ষে লড়াই। তার আগের দিন দলকে মানসিকভাবে বেশ চাঙাই দেখা গেলো রাতের ডিনারে। অনেকেরই জানা ছিল, দলের সঙ্গে দুবাইয়ে যোগ দিয়েছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

দুবাইয়ে টিম ডিনারেও ছিলেন তিনি। সেখানে আছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদও।

তামিম নিজে এক ফেসবুক পোস্টে দলের সঙ্গে ছবি দিয়েছেন। টাইগারদের শুভকামনা জানিয়ে তিনি লিখেছেন, ‘আশা করি চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারা ভালো শুরু করবে। বাংলাদেশ দলের জন্য শুভকামনা।’

Advertisement

এমএমআর/জিকেএস