একুশে বইমেলায় এসেছে অলাত এহ্সানের দ্বিতীয় গল্প সংকলন। ‘বৃদ্ধাশ্রম হয়ে ওঠ কফি হাউসটি’ বইটি প্রকাশ করেছে জ্ঞানকোষ প্রকাশনী। একই সঙ্গে ‘দশ কথা: বিশিষ্টজনের মুখোমুখি’ শীর্ষক সাক্ষাৎকার সংকলন প্রকাশ করেছে বেঙ্গল বুকস। বই দুটি মনোযোগী পাঠকের আনন্দ ও চিন্তার খোরাক হবে বলে আশা করা হচ্ছে।
Advertisement
বৃদ্ধাশ্রম হয়ে ওঠা কফি হাউসটিবৃদ্ধাশ্রম হয়ে ওঠ কফি হাউসটি বইয়ে গল্প থাকছে ১০টি। এর মধ্যে প্রেম, ফ্যান্টাসি, মানুষের দূরত্ব, রাজনৈতিক বাস্তবতা, পরিবেশে-প্রকৃতি, পেশাজীবনের ধকল, ব্যক্তিজীবনের রাজনীতির প্রভাব, সময় বদলের সঙ্গে জীবনের উন্নতি বা অনুপোযোগী হয়ে পড়া, দাম্পত্য জীবনে পরস্পরের দূরত্বের গল্প বলা হয়েছে।
বইটি নিয়ে গল্পকার এহ্সান বলেন, প্রথম বইয়ের গল্পগুলোর ভেতর অবস্থাকে মেনে না নেওয়ার একটা প্রবণতা ছিল, চরিত্রগুলো বিদ্যমান অবস্থার সঙ্গে অনভ্যস্ত হতে পারছিল না, প্রতিক্রিয়া দেখিয়েছেন, নির্যাতনের শিকার হয়েছে। এবারের বইয়ের অনেক চরিত্র সেই অবস্থা থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছে, নিজের ভেতর একটা অবগুণ্ঠন তৈরি করেছে। এটা মানুষের জীবন ও চিন্তার ধারাবাহিক বদলেরও ইঙ্গিত দেয়। মানসিক সমৃদ্ধিকেও তুলে ধরে। একইভাবে লেখকেরও একটা অগ্রযাত্রার প্রকাশ।
বইটা উৎসর্গ করা হয়েছে দুজন বিশিষ্ট ব্যক্তিকে। তারা হলেন-প্রখ্যাত অর্থনীতিবিদ ও জন বুদ্ধিজীবী আনু মুহাম্মদ এবং জাপানি ভাষার প্রখ্যাত অনুবাদক ও অধ্যাপক অভিজিৎ মুখার্জি।
Advertisement
বই: বৃদ্ধাশ্রম হয়ে ওঠা কফি হাউসটিলেখক: অলাত এহসানপ্রকাশক: জ্ঞানকোষ প্রকাশনীগল্প সংখ্যা ১০টি, পৃষ্ঠা: ১৬৮প্রচ্ছদ: পরাগ ওয়াহিদমুদ্রিত মূল্য: ৪০০ টাকাঢাকায় বইমেলায় প্যাভিলিয়ন ২৪, চট্টগ্রামে বইমেলায় স্টল নম্বর ১১৮।
দশ কথা: বিশিষ্টজনের মুখোমুখিসাহিত্য-কর্ম পাঠের ভেতর দিয়ে পাঠকের মনে যে ‘রহস্য’ থেকে যায়, সাক্ষাৎকার দাতা-গ্রহীতার মিথস্ক্রিয়ার মধ্যদিয়ে সেই চিন্তার-কর্মের বহু গেরো খুলে যায়। এজন্যই সাক্ষাৎকার গুরুত্বপূর্ণ। পাঠের ভেতর দিয়ে যেসব মানুষের প্রতি যে ‘জিজ্ঞেস’ তৈরি হয়, তাদের কাছে উপস্থিত হওয়া হয়েছে এতে। কোনো কোনো সাক্ষাৎকার ‘সময়ের দলিল’ হয়ে উঠেছে বোধ করি।
বইয়ে হাসান আজিজুল হকের দুটি সাক্ষাৎকার আছে। এছাড়া উর্দু ভাষার প্রয়াত প্রখ্যাত অনুবাদক জাফর আলমের একমাত্র সাক্ষাৎকারই এটি এখন পর্যন্ত। প্রখ্যাত চিত্রশিল্পী মুর্তজা বশীরের দীর্ঘ সাক্ষাৎকার আছে এতে। নজরুল গবেষক রফিকুল ইসলাম প্রয়াত হয়েছেন। সনজীদা খাতুন এখন তেমন সাক্ষাৎকারে আগ্রহী নন, সেলিনা হোসেন আর সাক্ষাৎকার দেওয়ার অবস্থায় নেই। তাদের বাইরে জাপানি ভাষার খ্যাতনামা অনুবাদক, স্প্যানিশ ভাষার অনুবাদক, প্রাবন্ধিক রাজু আলাউদ্দিন, মননশীল কথাসাহিত্যিক শাহাদুজ্জামান এবং চিত্রশিল্পী ও কবি রনি আহম্মেদের সাক্ষাৎকার সংকলিত হয়েছে বইয়ে।
দশ কথা : বিশিষ্টজনের মুখোমুখিসংকলন ও সম্পাদনা : অলাত এহ্সানপ্রকাশক : বেঙ্গলবুকসপ্রচ্ছদ : আজহার ফরহাদধরন : সাক্ষাৎকার, পৃষ্ঠা: ২৯৬মুদ্রিত মূল্য : ৪৯০ টাকাঢাকায় একুশে বইমেলায় বেঙ্গল বুকসের স্টল ১১৮-১১৯ নম্বর।
Advertisement
অলাত এহ্সান গল্প ছাড়াও প্রবন্ধ ও সাহিত্য সমালোচনা লিখেন। তার নেওয়া সাক্ষাৎকার অনেকবার নেটিজেনদের চিন্তা ও তর্কের খোরাক হয়েছে। তার কবিতার চর্চা একান্তই ব্যক্তিগত পর্যায় আটকে রেখেছেন এখন। তার জন্ম ঢাকার নবাবগঞ্জ উপজেলার করপাড়ায়, বেড়ে ওঠা বারুয়াখালীতে। পড়েছেন মানিকগঞ্জের সরকারি দেবেন্দ্র কলেজে, পরে ঢাকা কলেজ থেকে ব্যবস্থাপনায় স্নাতকোত্তর। ক্যাম্পাসে নেতৃত্ব দিয়েছেন শিক্ষার্থীদের আন্দোলনে। পেশা শুরু এনজিওতে অনুবাদক হিসেবে, বর্তমানে একটি জাতীয় দৈনিকে কর্মরত। তার আগে প্রকাশিত বইয়ের মধ্যে প্রথম গল্পগ্রন্থ ‘অনভ্যাসের দিনে’র দ্বিতীয় মুদ্রণ প্রকাশ করেছে অর্জন প্রকাশন।
এমআইএইচএস/এএসএম