খেলাধুলা

ভারতের বিপক্ষে আজ যে একাদশ খেলাতে চান আশরাফুল

এমন নয় কোন বৈশ্বিক আসরে আগে কখনো ভারতকে হারায়নি বাংলাদেশ। হারিয়েছে। ভারতীয়দের বিরুদ্ধে ওয়ানডের সর্ববৃহৎ ও সর্বশ্রেষ্ঠ আসর ওয়ানডে বিশ্বকাপে অবিস্মরণীয় জয়ের রেকর্ড আছে বাংলাদেশের। সবার জানা সেটা ২০০৭ সালে। মাশরাফি (৪/৩৮) রাজ্জাক (৩/৩৮) রফিকের (৩/৩৫) সাঁড়াসি বোলিং আর তামিম, মুশফিক ও সাকিবের অনবদ্য হাফ সেঞ্চুরিতে ৫ উইকেটের ঐতিহাসিক জয় পেয়েছিল বাংলাদেশ।

Advertisement

টাইগারদের ওই জয়ে বিশ্বকাপ থেকে বিদায় ঘণ্টা বেজে গিয়েছিল সৌরভ, বিরেন্দর শেবাগ, শচিন, রাহুল দ্রাবিড়, যুবরাজ সিং, মহেন্দ্র সিং ধোনি ও হরভাজন সিং, জহির খানকে নিয়ে গড়া ভারতের প্রচন্ড শক্তিশালী লাইনআপের। সেই অবিস্মরণীয় জয়টা টিম পারফরমেন্সের ফসল বলে ধরা হলেও সে সাফল্যের মূলে ছিল পারফেক্ট একাদশ সাজানো।

ওই ম্যাচে ভারতের বিপক্ষে তিন স্পিনার নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ এবং তিনজনই ছিলেন বাঁ-হাতি; রফিক, রাজ্জাক ও সাকিব। আর পেসার ছিলেন মাত্র ২ জন। পেসার মাশরাফি আর রফিক ও রাজ্জাক মিলে ১০ উইকেটের পতন ঘটিয়েছিলেন।

এখন আজ (বৃহস্পতিবার) ভারত বধে বাংলাদেশ কেমন কম্বিনেশন নিয়ে খেলবে? ক’জন ব্যাটার, ক’জন পেসার আর কতজন স্পিনার থাকবেন একাদশে? তা জানতে মুখিয়ে আছেন ভক্তরা।

Advertisement

অনেকেই চাচ্ছেন ভারতের বিপক্ষে তিন পেসার ও দুই স্পিনার নিয়ে খেলার কথা বলছেন। বাংলাদেশের সাবেক অধিনায়ক আশরাফুলও তাই চান। আশরাফুল মনে করেন স্পিন দিয়ে ভারতীয়দের বধ করা কঠিন। তাই তার লক্ষ্য তিন পেসার খেলানো। তাই মুখে এমন কথা, যেহেতু ভারতের সাথে খেলা আমরা হয়ত তিনটা পেসার খেলাবো।

আশরাফুল ৭ ব্যাটার খেলানোর পক্ষে। সাত নম্বরে জাতীয় দলের এ সাবেক অধিনায়কের প্রথম পছন্দ জাকের আলী অনিক। সে সাথে তিনি চান মিরাজকে চার নম্বরে খেলাতে।

আশরাফুলের ব্যাখ্যা, ব্যাটার কোটায় তাওহিদ হৃদয় আর জাকের আলী অনিকের মধ্যে যে কোন একজন খেলবে। ম্যানেজমেন্ট কি করবে জানি না, আমার মনে হয় ৭ নম্বর পজিশনে তাওহিদ হৃদয়ের চেয়ে জাকের আলী বেটার চয়েজ। সে এই পজিসনে খেলে অভ্যস্ত। ঠিক ওই জায়গায় সাম্প্রতিক সময় ভালও খেলেছে। তিনটি ওয়ানডেতে ভাল খেলেছে। আবার একটি টি-টোয়েন্টি ম্যাচেও ঠিক ওই জায়গায় নেমে রান করেছে। এই জায়গায় অনিক এগিয়ে।

এছাড়া আশরাফুল চান মেহেদী হাসান মিরাজকে চারে খেলাতে। তার মূল্যায়ন, মিরাজের স্ট্রাইকরেটটা কম। খেলছে অনেক কম স্ট্রাইকরেটে। তারপরও নাম্বার ফোরে ভাল ব্যাটিং করছে এবং রানও করছে। বেশ আস্থার সাথেই খেলে স্কোর পাচ্ছে। তাই আমার মনে হয় মিরাজকে চারে খেলানোই হবে উত্তম।

Advertisement

মিরাজের ওপরে তানজিদ তামিম ও সৌম্য সরকারই আশরাফুলের পছন্দে ওপেনিং জুটি। তিন নম্বরে অধিনায়ক শান্তকেই খেলানোর পক্ষে জাতীয় দলের এ সাবেক অধিনায়ক। তারপর মিরাজ, ৫ নম্বরে মুশফিক, ছয়ে মাহমুদউল্লাহ রিয়াদ আর সাতে জাকের আলী অনিক।

পেস বোলিং ডিপার্টমেন্টটা কাদের দিয়ে সাজালে ভাল হবে? আশরাফুল খানিক দ্বিধায়; ফাস্ট বোলারদের ৪ জনই (তাসকিন, মোস্তাফিজ, নাহিদ রানা ও তানজিম সাকিব) হয়তবা বেস্ট ইলেভেনে খেলার মত। ম্যানেজমেন্ট যাকে নেয়। স্পিনারদের মধ্যে মিরাজের সাথে বাঁ-হাতি নাসুম নন, লেগি রিশাদকে চান আশরাফুল।

এআরবি/আইএইচএস/