ক্যাম্পাস

গলায় ফাঁস দেওয়ার দুইদিন পর মারা গেলেন জবি শিক্ষার্থী আহাদ

গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আহাদ হোসেন মারা গেছেন। আহাদের গ্রামের বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকায়।

Advertisement

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপর সাড়ে ১২টায় রাজধানীর ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে নিশ্চিত করেন ফিন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক শেখ মাসরিক হাসান।

আহাদের সহপাঠীরা জানান, এর আগে গত সোমবার রাত সাড়ে ৭টায় পুরান ঢাকার সাদেক হোসেন খোকা মাঠ সংলগ্ন একটি মেসে গলায় গামছা বেঁধে আত্মহত্যার চেষ্টা করেন আহাদ। এরপর মেসের সহপাঠীরা তাৎক্ষণিক দেখতে পেয়ে তাকে উদ্ধার করে সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

আরও পড়ুন

Advertisement

মেসে ঝুলছিল জবি ছাত্রীর নিথর দেহ দুই শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে জবিতে বিক্ষোভ

আহাদের সহপাঠী আবির হাসান বলেন, আহাদ দীর্ঘদিন ধরে হতাশায় ভুগছিলেন এবং গত কয়েকদিন ধরে ঠিকমতো খাওয়া-দাওয়া করেননি। ক্লাস পরীক্ষায় মনোযোগ ছিল না। তবে তার হতাশার নির্দিষ্ট কারণ জানা যায়নি।

এ বিষয়ে ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ বায়েজিদ আলী বলেন, সেই অতিরিক্ত চিন্তা করতো। সমসাময়িক যে কোনো বিষয় নিয়ে। চাকরি, ক্যারিয়ার এবং রাজনীতি এসব নিয়ে। আমরা গত পরশুদিন পরীক্ষার হলে এলে জানতে পারি তিনদিন ধরে খায়নি, এজন্য অসুস্থ হয়ে পড়ে। এরপর তার ব্যাপারে সহপাঠীদের কাছ থেকে খোঁজখবর নিয়ে দেখেছি পারিবারিক বা প্রেমঘটিত কোনো সমস্যা নেই।

তিনি আরও বলেন, এভাবে সেই চলে যাবে ভাবতে পারিনি। তার মৃত্যু আমাদের বিভাগের শিক্ষক শিক্ষার্থী সবার জন্য একটা বড় ধাক্কা। আমরা গত দুদিন ধরে হাসপাতালে তার পরিবারসহ সার্বক্ষণিক চেষ্টা করেছি। কিন্তু তাকে বাঁচাতে পারলাম না।

আরএএস/এমএএইচ/এমএস

Advertisement