ক্যাম্পাস

কুয়েটে হামলার পাল্টা অভিযোগ এনে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীদের ওপর ছাত্রদল হামলা করেনি, বরং ছাত্রদলের নেতাকর্মীদের ওপরই হামলা করা হয়েছে। এমন পাল্টা অভিযোগ এনে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

Advertisement

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে টিএসসি থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় ঢাবি শাখা ছাত্রদলের সঙ্গে ঢাকা কলেজসহ ঢাকার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা যোগ দেন।

মিছিলে ছাত্রদলের নেতাকর্মীরা নানান স্লোগান দেন। তারা স্লোগান দেন, ‘শিক্ষা মৌলবাদ- একসঙ্গে চলে না’, ‘ছাত্রদলের ওপর হামলা কেন, প্রশাসন জবাব চাই’।

আরও পড়ুন

Advertisement

উত্তপ্ত কুয়েট ক্যাম্পাস, ধাওয়া-পাল্টা ধাওয়া কুয়েটে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বুয়েটে বিক্ষোভ

বিক্ষোভ মিছিল টিএসসি থেকে শুরু হয়ে ভিসি চত্বর ঘুরে ডাস চত্বর সংলগ্ন যাত্রী ছাউনির সামনে এসে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সহ-সভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, সাংগঠনিক সম্পাদক নুর আলম ভুঁইয়া ইমন প্রমুখ।

এসময় বক্তারা হামলার পাল্টা অভিযোগ এনে এর তীব্র নিন্দা জানান। পাশাপাশি অবিলম্বে হামলায় জড়িতদের আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান ছাত্রদলের নেতারা।

এমএইচএ/কেএসআর/এমএস

Advertisement