শিক্ষার্থীদের বৃত্তি ও উপবৃত্তির টাকা দেওয়ার কার্যক্রম শিগগির শুরু করতে যাচ্ছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। প্রথমে আটকে থাকা বৃত্তি ও উপবৃত্তির টাকা দেওয়া হবে। এরপর নতুন করে যারা যুক্ত হয়েছেন তাদের টাকা পরিশোধ করা হবে।
Advertisement
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্র এ তথ্য নিশ্চিত করে।
অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, জটিলতা কাটিয়ে এরই মধ্যে অর্থ মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়সহ সব পক্ষের সঙ্গে সভা করা হয়েছে। সেখানে আইবাস ডাবল প্লাস প্রোগ্রামের মাধ্যমে বৃত্তি ও উপবৃত্তির টাকা ছাড় শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে মাউশির বৃত্তিবিষয়ক কর্মপরিকল্পনার অংশ হিসেবে চলতি ২০২৪-২৫ অর্থবছরে সরকার এক লাখ ৮৭ হাজার ৩৮৪ জনকে বৃত্তি দেওয়ার লক্ষ্যমাত্রা ঠিক করেছে। তাদের মধ্যে এক লাখ ৬৯ হাজার ৬৫৯ জনকে রাজস্ব খাতের মেধা ও সাধারণ বৃত্তি কোটার আওতায় এবং ১৭ হাজার ৭২৫ শিক্ষার্থী (সংখ্যালঘু সম্প্রদায়, উপজাতি, দৃষ্টি প্রতিবন্ধী, অটিস্টিক এবং বিভিন্ন পেশাগত উপবৃত্তি) মাউশি থেকে রাজস্ব খাতের আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে। সবমিলিয়ে এবার প্রায় দুই লাখ শিক্ষার্থী ১৯০ কোটি ৫৭ লাখ ৮২ হাজার টাকার বৃত্তি ও উপবৃত্তির টাকা পাবেন।
Advertisement
এর বাইরে চলমান ও ঘোষিত বিভিন্ন শ্রেণির বৃত্তিসহ বছরে চার লাখ ৫১ হাজার ৯৫৩ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়। এ কার্যক্রম এ বছরও অব্যাহত থাকবে। তবে বিভিন্ন জটিলতার কথা মাথায় রেখে নিজস্ব সফটওয়্যারের মাধ্যমে শিক্ষার্থীদের বৃত্তি ও উপবৃত্তির টাকা দিতে চায় মাউশি। আগামী অর্থবছর থেকে এ পদ্ধতিতে শিক্ষার্থীদের বৃত্তির টাকা দেওয়ার চেষ্টা করা হবে।
মাউশির মহাপরিচালক (ডিজি) অধ্যাপক মো. এহতেসাম উল হক বলেন, শিক্ষার্থীদের বৃত্তি ও উপবৃত্তির টাকা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। শিগগির বকেয়া টাকাগুলো দেওয়া শুরু হবে। তারপর নতুনরাও পর্যায়ক্রমে উপবৃত্তি ও বৃত্তির টাকা পাবে।
এএএইচ/এমআইএইচএস
Advertisement