খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ মিছিল করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ করেন সংগঠনটির নেতাকর্মীরা।
Advertisement
সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ছাত্রলীগ স্টাইলে কুয়েটে শিক্ষার্থীদের ওপর হামলা চালানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত এবং দেশের কোনো ক্যাম্পাসে আর ছাত্রলীগের মতো ফ্যাসিস্ট রাজনীতির প্রতিষ্ঠা হতে দেওয়া হবে না বলে ঘোষণা দেন।
সমাবেশের পর একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা। বিক্ষোভ মিছিলটি রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে শুরু হয়ে ভিসি চত্বর হয়ে হল পাড়ার দিকে অগ্রসর হয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত মিছিলটি হল পাড়ার দিকে অবস্থান করছে।
এদিকে কিছুক্ষণের মধ্যেই শুরু হবে জাতীয়তাবাদী ছাত্রদলের সমাবেশ। ফলে ক্যাম্পাসজুড়ে বিরাজ করছে চাপা উত্তেজনা।
Advertisement
এমএইচএ/এমআইএইচএস/এএসএম