রাজনীতি

এটিএম আজহারের মুক্তির দাবিতে জামায়াত আমিরের নেতৃত্বে মিছিল

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কারাবন্দি নেতা সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে নেতাকর্মীদের নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

Advertisement

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে পল্টন মোড় থেকে শুরু হয় এ বিক্ষোভ মিছিল। মিছিলে জামায়াতের হাজারো নেতাকর্মী অংশ নেন।

এর আগে সমাবেশে জামায়াতের নেতারা এটিএম আজহার মুক্তিতে আমিরের কাছ থেকে কঠিন কর্মসূচির আহ্বান করেন। তবে আজকের সমাবেশ থেকে বিক্ষোভ কর্মসূচি চলমান উল্লেখ করলেও সুনির্দিষ্ট কর্মসূচি ঘোষণা করেননি দলটির আমির।

এএএম/এমএএইচ/এএসএম

Advertisement