পতিত আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশে রাষ্ট্রীয় মদদে গুমের ঘটনা নিয়ে একুশে বইমেলায় প্রকাশিত বই 'গুমনামা'র মোড়ক উন্মোচন করা হয়েছে। গুম হওয়া পরিবারের সংগঠন মায়ের ডাকের প্রতিষ্ঠাতা হাজেরা খাতুন ও সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি সোমবার মায়ের ডাক অফিসে বইটির মোড়ক উন্মোচন করেন।
Advertisement
বইটি লিখেছেন সাংবাদিক ও লেখক মিঞা মো. নুজহাতুল হাচান।
বইটিতে শেখ হাসিনা সরকার রাষ্ট্র ক্ষমতায় টিকে থাকতে কীভাবে হাজারো মানুষকে গুম ও হত্যা করেছে, মায়ের ডাক সংগঠনটিকে হাজেরা খাতুন শত প্রতিকূলতার মধ্যে কীভাবে গড়ে তোলেন এবং পরবর্তী সময়ে সানজিদা ইসলাম তুলি সংগঠনটিকে কীভাবে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যান তা তুলে ধরা হয়েছে।
এ বিষয়ে হাজেরা খাতুন বলেন, আমরা আমাদের সন্তানদের অনেককে আজও ফেরত পেলাম না। আমার ছেলে সুমনও ফেরত এলো না।
Advertisement
এসময় তিনি কান্নায় ভেঙে পড়েন। গুম নিয়ে বই লেখার জন্য লেখককে ধন্যবাদ জানান।
মায়ের ডাকের সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি বলেন, বইটি বাংলাদেশে গুমের ঘটনার জন্য একটা দলিল হয়ে থাকবে। বইটি লেখার সাহস করার জন্য তিনি লেখককে ধন্যবাদ জানান। এসময় তিনি গুমের ঘটনায় জড়িতদের দ্রুত বিচার দাবি করেন।
বইয়ের লেখক নুজহাতুল হাচান বলেন, গুমের ঘটনা বাংলাদেশের ইতিহাসের একটি কলঙ্কজনক কালো অধ্যায়। বাংলাদেশে যেন এর পুনরাবৃত্তি না ঘটে সে বিষয়ে সজাগ থাকতে হবে। গুম নিয়ে আরও বিস্তারিত অনেক কাজের সুযোগ রয়েছে। আশা করি অনেকেই এ বিষয় নিয়ে আরও কাজ করতে এগিয়ে আসবেন।
'গুমনামা' বইটি আপডেট পাবলিকেশন প্রকাশ করেছে। মেলায় সহজ প্রকাশনীর ২৭৭ নং স্টলে পাওয়া যাচ্ছে।
Advertisement
এমএএস/এমএইচআর