বিনোদন

নতুন ভ‍্যালেন্টাইনকে পরিচয় করিয়ে কথা রাখলেন পরীমনি

কাজের পাশাপাশি ব্যক্তিগতজীবন নিয়েও আলোচনায় থাকেন চিত্রনায়িকা পরীমনি। সামাজিক মাধ্যমেও তিনি বেশ সরব। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে এই অভিনেত্রী জানান, রাত ১০টায় নিজের ভ‍্যালেন্টাইনের সঙ্গে সবাইকে পরিচয় করিয়ে দেবেন। অবশেষে কথা রেখেছেন তিনি।

Advertisement

রাতে ঘড়ির কাঁটা যখন ঠিক ১০টার ঘরে, তার মিনিট কয়েকের মধ্যেই লাইভে এলেন পরীমনি। শুরুতেই অবশ্য তার দেখা মেলেনি; বরং ঘরজুড়ে ছড়িয়ে থাকা অজস্র গোলাপের পাপড়ি, রঙিন বেলুন এবং সেসবের ফাঁকে ফাঁকে প্রদীপের আলো জ্বলা নজর কাড়ে ভক্তদের। ব্যাকগ্রাউন্ডে বেজে চলা ফুয়াদ-শান্তর ‘তোমাকে ভেবে লেখা’ গানটির ঘোরও তখন তাদের পেয়ে বসেছে। সেই ঘোর নিয়ে খানিক পর সেজেগুজে হাজির পরী।

আরও পড়ুন :মহানগর নাট্যোৎসব স্থগিত একা চলতে পারছেন না ফরিদা, যা জানালেন স্বামী

হাসিখুশি মনে নায়িকা বলেন, ‘সবাইকে বলেছিলাম আজকে আমার ভ্যালেন্টাইনের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। সমস্ত ভালোবাসা দিয়ে, আপনাদের সামনে আমার ভালোবাসাকে পরিচয় করিয়ে দিতে চাচ্ছি এই মুহূর্তেই।’

ভক্তদের চমকে দিয়ে একজনকে ডাকলেন পরীমনি। তবে মাতৃত্বকালীন কিছু পোশাকে সেই লোকটির মুখ ঢাকা ছিল! যদিও কিছুক্ষণের মধ্যেই জানা যায় যে, তিনি একজন ফ্যাশন ডিজাইনার। নাম রুহুল চৌধুরী, যিনি মা ও শিশুদের জন্য পরীর নতুন ব্র্যান্ড ‘বডি’তে কাজ করছেন।

Advertisement

পরীমনির লাইভে ফ্যাশন ডিজাইনার রুহুল চৌধুরী। ছবি: স্ক্রিনশট ও অনলাইন

ইতিমধ্যে খোলাসা হয়ে যায় যে, ভ্যালেন্টাইন বলতে অভিনেত্রী তার নতুন ব্র্যান্ডকেই বুঝিয়েছেন। লাইভে কিছুটা খুনসুটিতেও মেতে উঠতে দেখা যায় পরীমনিকে। ফ্যাশন ডিজাইনার রুহুলকে মিষ্টি করে একটি চড়ও মারেন তিনি।

পরী জানান, মাতৃত্বকালীন সময়ে মা ও বাচ্চাদের প্রয়োজনীয় সমস্ত কিছু পাওয়া যাবে বডিতে। নায়িকার ভাষ্য, ‘বডি হচ্ছে এমন একটা প্রজেক্ট, যেটা আমার ভালোবাসা দিয়ে সাজানো। সমস্ত ভালোবাসা দিয়েই এটা তৈরি। শুধু মা এবং বাচ্চাদের জন্য। কারণ আপনারা মা হিসেবে আমাকে এত বেশি ভালোবাসেন, পছন্দ করেন; এত বেশি অ্যাপ্রেসিয়েট করেন- আমার মনে হয় মাদারহুডের যে জার্নিটা আমি করেছি, সেই জার্নিতে যেভাবে যেভাবে সাফার করেছি, যে প্রবলেমগুলো আমি মোকাবিলা করেছি- সেগুলোকে অনেকটা সহজ করে দেবে বডি।’

এরপর রুহুল বলেন, ‘ও (পরীমনি) তো খুব ভালো করেই বুঝিয়ে বললো যে, কেন সে এই প্রজেক্টে যুক্ত হয়েছে। তবে আমি যেটা বলতে পারব সেটা হলো প্রজেক্টের জন্য সে কী কী কষ্ট করেছে। ব্যক্তিগত জার্নি তো শেয়ার করেছেই, সেটার জন্যই এই উদ্যোগ নেওয়া। ম্যাটারনিটি আইটেম দিয়ে আমরা শুরু করেছি। দিন দিন সেখানে প্রেগন্যান্সি চলাকালীন মায়েদের যেসব প্রোডাক্ট দরকার এবং বাচ্চাদের জন্য যা যা দরকার সবই আমরা একটা একটা করে যোগ করব। সেটা আপনাদের ভালোবাসার ওপর নির্ভর করবে, কীভাবে সাড়া দেন সেটার ওপর নির্ভর করবে।’

Advertisement

একপর্যায়ে পরী-রুহুলের সঙ্গে যুক্ত হন লামিয়া নামের আরও একজন। মাতৃত্বকালীন বিভিন্ন পোশাকের প্রদর্শনী করেন তারা। লাইভের শেষদিকে পরীমনি বলেন, ‘সবাইকে সঙ্গে নিয়ে একটু একটু করে এগোব, এই আশা করি। সেই ভরসাটা রেখেই আজ থেকে বডি আপনাদের হয়ে গেল। আমার জন্য দোয়া করবেন, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। পৃথিবীর সমস্ত মায়েরা ভালো থাকবেন।’

এমআই/এলআইএ/জেআইএম