২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি দিনটি ছিল শুক্রবার। এই দিনে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান সোনালি কাবিনের কবি আল মাহমুদ। কবিতায় তিনি বলেছিলেন, ‘কোনো এক ভোরবেলা, রাত্রিশেষে শুভ শুক্রবারে/ মৃত্যুর ফেরেস্তা এসে যদি দেয় যাওয়ার তাকিদ;/ অপ্রস্তুত এলোমেলো এ গৃহের আলো অন্ধকারে/ ভালোমন্দ যা ঘটুক মেনে নেবো এ আমার ঈদ।’
Advertisement
কবির আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটে অলৌকিক ভাবেই। নিজের ইচ্ছে অনুযায়ী কোনো এক শুক্রবারই তিনি চির বিদায় নেন। খবর শোনার সঙ্গে সঙ্গে অমর একুশে বইমেলার মাঠে হাহাকার ওঠে। লেখক-পাঠকেরা শোকে স্তম্ভিত হয়ে পড়েন।
আজ ২০২৫ সালের ১৫ ফেব্রুয়ারি। কবির চির বিদায়ের দিন। তাই তো কবিকে শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছেন তার ভক্ত-অনুরাগীরা। কবি আল মাহমুদ গবেষণা কেন্দ্র ও স্মৃতি পরিষদ ‘সোনালী কাবিন পদক-২০২৫’ ঘোষণা করেছে এরই মধ্যে। ব্রাহ্মণবাড়িয়ায় তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী স্মরণোৎসবের আয়োজন করা হয়েছে।
বাংলা সাহিত্যের অন্যতম আধুনিক কবি আল মাহমুদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১৫, ১৬ ও ১৭ ফেব্রুয়ারি স্মরণোৎসব অনুষ্ঠিত হবে। তিন দিনব্যাপী অনুষ্ঠানের সমাপনী দিনে প্রাবন্ধিক, গবেষক ও বাংলা একাডেমির বর্তমান সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হককে ‘সোনালী কাবিন পদক’ তুলে দেওয়া হবে।
Advertisement
এ ছাড়া তিন দিনব্যাপী স্মরণোৎসবে আজ সকালে কবির কবরে সুরা ফাতিহা পাঠ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিকেল ৩টায় নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও কবিতা পাঠের আয়োজন করা হয়। উৎসবে বইমেলা, কারুপণ্য প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্বরচিত কবিতা পাঠ ও কবি-সাহিত্যিকদের আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
এছাড়া বইমেলা উপলক্ষে লিটল ম্যাগ সম্পাদকরা আল মাহমুদ স্মরণ সংখ্যা করেছেন। ঢাকায় বিভিন্ন সাহিত্য সংগঠন কবির স্মরণে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। তিনি আমাদের মাঝে বেঁচে থাকবেন, চিরদিন চিরকাল। বেঁচে থাকবেন তাঁর কর্মে। জাগ্রত থাকবেন আমাদের মর্মে।
আল মাহমুদের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হচ্ছে- লোক লোকান্তর; কালের কলস; সোনালি কাবিন; মায়াবী পর্দা দুলে ওঠো; আরব্য রজনীর রাজহাঁস; বখতিয়ারের ঘোড়া; অদৃশ্যবাদীদের রান্নাবান্না; দিনযাপন; দ্বিতীয় ভাঙ্গন; নদীর ভেতরের নদী; না কোনো শূন্যতা মানি না; ময়ুরীর মুখ; প্রেম প্রকৃতি দ্রোহ আর প্রার্থনা কবিতা এবং উড়াল কাব্য।
গল্পগ্রন্থের মধ্যে রয়েছে- পানকৌড়ির রক্ত; সৌরভের কাছে পরাজিত; গন্ধবণিক; আল মাহমুদের গল্প; গল্পসমগ্র; প্রেমের গল্প। এ ছাড়া উপন্যাস- কবি ও কোলাহল; কাবিলের বোন ও উপমহাদেশসহ বহু প্রবন্ধ ও শিশুতোষ গ্রন্থ রচনা করেছেন।
Advertisement
এসইউ/এএসএম