চাঁদপুরে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় এজহারভুক্ত ও নাশকতার মামলার আসামি সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী এরশাদ মিয়াজীকে গ্রেফতার করা হয়েছে।
Advertisement
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে শহরের ওয়্যারলেস এলাকা থেকে তাকে গ্রেফতার করে যৌথ বাহিনী।
চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
আলী এরশাদ মিয়াজী শহরের বঙ্গবন্ধু সড়ক মিয়াজী বাড়ির বাসিন্দা। তিনি মাদরাসা রোডে ভাড়াবাড়িতে পরিবার নিয়ে থাকতেন।
Advertisement
জানা গেছে, আলী এরশাদ মিয়াজী কারাবন্দি সাবেক মন্ত্রী ডা. দীপু মনির অনুসারী এবং তার সব কর্মকাণ্ড বাস্তবায়ন করতেন। সর্বশেষ ২০২২ সালের ৫ ডিসেম্বর ত্রি-বার্ষিক সম্মেলনে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন তিনি। রাজনীতির পাশাপাশি তিনি সরকারি ন্যায্যমূল্যে চাল বিক্রির একজন পরিবেশক। তার ওই ব্যবসাপ্রতিষ্ঠান শহরের ওয়ারল্যাস এলাকায়।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, দুপুরে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) আলী এরশাদ মিয়াজীকে থানায় হস্তান্তর করে। তিনি ছাত্র-জনতার আন্দোলনে হামলা ও নাশকতার মামলায় এজহারভুক্ত আসামি। বিকেল সাড়ে ৩টায় তাকে আদালতে সোপর্দ করা হয়।
শরীফুল ইসলাম/ইএ
Advertisement