মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করতে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একাধিক কর্মসূচিতে ভরা ভারতীয় প্রধানমন্ত্রীর এবারের যুক্তরাষ্ট্র সফর। আর সেই কর্মসূচির সূচনা হবে মার্কিন ধনকুবের ও ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ইলন মাস্কের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে।
Advertisement
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা গেছে, ৩৬ ঘণ্টায় ছয়টি দ্বিপক্ষীয় বৈঠক করবেন নরেন্দ্র মোদী। সেই ধারাবাহিকতায় স্থানীয় সময় বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মুখোমুখি হতে চলেছেন স্পেসএক্সের শীর্ষ কর্তা মাস্ক ও মোদী। হোয়াইট হাউজেই হতে পারে এই সাক্ষাৎ।
মাস্কের সঙ্গে বৈঠকে ভারতে স্টারলিঙ্কের সেবা প্রবেশ নিয়ে আলোচনা করতে পারেন মোদী। কয়েকদিন আগেই মাস্কের প্রতিদ্বন্দ্বী ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যানের ভারত সফরের পরই মোদীর সঙ্গে তার এই বৈঠক বেশ গুরুত্ব পাচ্ছে। তবে তাদের মধ্যে ঠিক কী নিয়ে আলোচনা হবে, সে বিষয়ে আর কোনো তথ্য জানা যায়নি।
ভারতের প্রত্যন্ত অঞ্চলে সিগন্যালিংয়ের জন্য স্টারলিঙ্ক স্যাটেলাইট অত্যন্ত উপযোগী। তাই ভারতের কোণায় কোণায় ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ভারতীয় বাজারে শক্তভাবেই প্রবেশ করতে পারে স্পেসএক্সের স্টারলিঙ্ক।
Advertisement
এর আগে বুধবার রাতে ওয়াশিংটন ডিসিতে পৌঁছান মোদী। এনডিটিভি বলছে, মোদী ও ইলন মাস্ক এরে আগেও একাধিকবার সাক্ষাৎ করেছেন। ২০১৫ সালে যুক্তরাষ্ট্র সফলে গিয়ে নরেন্দ্র মোদী সান জোসে থাকা টেসলার কারখানা পরিদর্শন করেন। সেসময় ইলন মাস্ক মোদীকে কারখানা ঘুরিয়ে দেখান। তবে মোদী-মাস্কের আসন্ন বৈঠকের গুরুত্ব এবার ভিন্ন। কারণ, ইলন মাস্ক ২০১৫ সালের পর দীর্ঘ পথ পাড়ি দিয়েছেন। সেসময় তিনি যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির সমর্থক ছিলেন। কিন্তু এখন তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও বিশ্বস্ত উপদেষ্টা হিসেবে জায়গা করে নিয়েছেন। তাই স্বাভাবিকভাবেই ইলন মাস্কের সঙ্গে যথাসম্ভব সৌহার্দ্যপূর্ণ বৈঠকই করবেন মোদী।
সূত্র: এনডিটিভি
এসএএইচ
Advertisement