ক্যাম্পাস

সংবাদ প্রকাশের পর বইমেলার কমিটি থেকে পদত্যাগ করলেন সেই শিক্ষক

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাওয়া শহীদ আবু সাঈদ বইমেলার কমিটি থেকে পদত্যাগ করেছেন নীল দলের সাবেক সভাপতি ও বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি অধ্যাপক ড. আপেল মাহমুদ।

Advertisement

বুধবার (১২ ফেব্রুয়ারি) ‘শহীদ আবু সাঈদ বইমেলার দায়িত্ব পেলেন আওয়ামীপন্থি শিক্ষক’ এই শিরোনামে জাগো নিউজে সংবাদ প্রকাশ হলে তোলপাড় শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। পরে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেছেন বলে জানা গেছে।

তবে বইমেলার কমিটির থেকে পদত্যাগ করলেও যানবাহন ক্রয়, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাসহ একাধিক কমিটিতে আছেন তিনি। তাকে প্রশাসনের সকল পদ থেকে অব্যাহতির দাবি করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

উপাচার্য ড. শওকাত আলী সাংবাদিকদের বলেছেন, ‘এ ধরনের কোনো লোককে ভবিষ্যতে আমরা প্রশাসনের কোনো কমিটিতে রাখবো না।’

Advertisement

ফারহান সাদিক সাজু/এফএ/এএসএম