গাইবান্ধার পলাশবাড়িতে ৬০ পিস ইয়াবাসহ আল আমিন (৩৮) নামে সাবেক ছাত্রদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১২ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার চৌরাস্তার হিজলগাড়ি এলাকায় ইয়াবা বিক্রির সময় তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
Advertisement
আল আমিন উপজেলার আমবাড়ি গ্রামের আব্দুল মজিদ সরকারের ছেলে। তিনি পলাশবাড়ি সরকারি কলেজের সাবেক ছাত্রদল সভাপতি ছিলেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চৌরাস্তার হিজলগাড়ি এলাকায় তিন ব্যক্তি ইয়াবা ট্যাবলেট বিক্রি করছে। এসময় ওই স্থানে অভিযান চালিয়ে আল আমিনকে গ্রেফতার করা হয়। অপর সহযোগী আকাশ (৩৩) ও সবুজ মিয়া (২৮) নামে দুজন পালিয়ে যান।
পলাশবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টু বলেন, দীর্ঘদিন থেকে ও তিন ব্যক্তি নেশাজাত দ্রব্য বেচাকেনা করে আসছিলেন। অভিযানে আল আমিনকে গ্রেফতার করলেও আকাশ ও সবুজ পালিয়ে যান। তাদের আসামি করে থানায় মামলা করা হয়েছে।
Advertisement
এ এইচ শামীম/আরএইচ/জেআইএম