ইতালিতে উন্নত জীবনের প্রলোভন দেখিয়েছিল দালালরা। পরে দুই জনকে লিবিয়ায় আটকে রেখে অমানুষিক নির্যাতনের পর চাওয়া হয় মুক্তিপণ। অতিরিক্ত নির্যাতনে ঘটে মৃত্যু।
Advertisement
মৃত্যুর দুটি পৃথক ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে র্যাব।
তারা হলেন, অন্যতম আসামি লিপন মাতুব্বর ও আনোয়ার ওরফে আনু মাতব্বর।
বুধবার (১২ ফেব্রুয়ারি) র্যাব-১০ এর সিনিয়র সহকারী পরিচালক এএসপি তাপস কর্মকর এসব তথ্য জানান।
Advertisement
তিনি বলেন, ইতালিতে উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে লিবিয়ায় আটকে নির্যাতন করে মুক্তিপণ দাবি ও মৃত্যুর ঘটনায় দুটি পৃথক মামলার এজাহারভুক্ত অন্যতম আসামি লিপন মাতুব্বর ও আনোয়ার ওরফে আনু মাতব্বরকে গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে বিকেলে কেরানীগঞ্জ র্যাব-১০ এর সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
টিটি/এসএনআর/এএসএম
Advertisement