বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
Advertisement
আদানির কাছ থেকে সম্পূর্ণ বিদ্যুৎ সরবরাহ চায় বাংলাদেশভারতে আদানির বিদ্যুৎকেন্দ্র থেকে সম্পূর্ণ বিদ্যুৎ সরবরাহ চাইছে বাংলাদেশ। বাংলাদেশের একজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। গত তিন মাসের বেশি সময় ধরে সক্ষমতার অর্ধেক বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে সেখান থেকে। এর কারণ হলো বকেয়া পরিশোধ ইস্যু ও শীতে চাহিদা কম থাকা।
যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য যুদ্ধে বাংলাদেশের কোনো লাভ হবে?সব ধরনের চীনা পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের জবাবে বেশকিছু মার্কিন পণ্যে পাল্টা শুল্ক আরোপ কার্যকর করেছে চীন। এর মধ্য দিয়ে বিশ্বের শীর্ষ দুই অর্থনৈতিক শক্তির মধ্যে বাণিজ্য যুদ্ধের আশঙ্কা আরও জোরদার হলো।
দ্য ইকোনমিস্টের প্রতিবেদন/ আমেরিকায় অ্যাভিয়ান ফ্লুর বিস্তারে খাদ্যবাজারে অস্থিরতাযুক্তরাষ্ট্রে অ্যাভিয়ান ফ্লুর প্রাদুর্ভাব ভয়াবহ রূপ নিয়েছে। এর প্রভাব পড়ছে দেশটির অর্থনীতি, জনস্বাস্থ্য এবং রাজনৈতিক অঙ্গনে। ডিমের দাম আকাশচুম্বী হওয়ায় সাধারণ মানুষের ভোগান্তি বেড়েছে, তার সঙ্গে বাড়ছে রাজনৈতিক বিতর্কও।
Advertisement
বিশ্ব খাদ্য কর্মসূচিতে সহায়তার স্থগিতাদেশ উঠিয়ে নিলো যুক্তরাষ্ট্রজাতিসংঘ পরিচালিত বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) সহায়তার ওপর দেওয়া স্থগিতাদেশ প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র। ফলে সমুদ্রপথে জাহাজে করে ৫ লাখ মেট্রিক টন খাবার সরবরাহে আর অনিশ্চিয়তা থাকলো না। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
অনির্দিষ্টকালের জন্য জিম্মি মুক্তি বন্ধ করলো হামাসইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে দেশটির বাকি জিম্মিদের মুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার ঘোষণা দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে সোমবার (১০ ফেব্রুয়ারি) দেওয়া এক পোস্টে এই ঘোষণা দেয় গোষ্ঠীটি।
ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় সৌদি আরব কি সত্যিই শক্ত অবস্থানে?ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে প্রবল চাপ সত্ত্বেও এবার ফিলিস্তিন ইস্যুতে বেশ শক্ত অবস্থান দেখাচ্ছে সৌদি আরব। সম্প্রতি ইসরায়েলি টিভি চ্যানেল ১৪’কে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু দাবি করেন, সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের তিন বছর ধরে ‘গোপন সম্পর্ক’ চলে আসছিল।
যুক্তরাজ্যেও অবৈধ অভিবাসীবিরোধী অভিযানযুক্তরাজ্যের লেবার পার্টির সরকার অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করেছে। তারা দেশের বিভিন্ন জায়গায় অভিযান করছে এবং বেআইনি অভিবাসীদের গ্রেফতার করছে। ভারতীয় রোস্তোরাঁ, নেইল বার, গাড়ি ধোয়া ও অন্য দোকানগুলোতেও অভিযান হচ্ছে। সেই সব জায়গায় নথিহীন অভিবাসীরা কাজ করে কি না তা দেখা হচ্ছে।
Advertisement
দুর্নীতির ধারণা সূচকে ভারত-পাকিস্তানের অবনতিবার্লিনভিত্তিক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) পরিচালিত দুর্নীতির ধারণা সূচক (সিপিআই) ২০২৪ প্রকাশিত হয়েছে। দুর্নীতির এই সূচকে দেখা গেছে, পাকিস্তান ও ভারতের অবনতি হয়েছে। ২০২৪ সালের দুর্নীতির ধারণা সূচকে (সিপিআই) ১৮০টি দেশের মধ্যে পাকিস্তানের অবস্থান ১৩৫তম। যদিও ২০২৩ সালে এই তালিকায় দেশটির অবস্থান ছিল ১৩৩তম।
যেসব দেশে সবচেয়ে কম ও বেশি দুর্নীতি হয়২০২৪ সালের জন্য দুর্নীতির ধারণা সূচক প্রকাশ করেছে বার্লিনভিত্তিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। মূলত এর মাধ্যমে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি ও কম দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তথ্য প্রকাশ করা হয়।
গুয়াতেমালায় ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত ৫৫ জন নিহতগুয়াতেমালায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ভেঙে গভীর খাদে পড়ে গেলে অন্তত ৫৫ জন নিহত হয়েছেন। সোমবার (১০ ফেব্রুয়ারি) দেশটির কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। এটি সাম্প্রতিক বছরগুলোর মধ্যে লাতিন আমেরিকায় সবচেয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনাগুলোর একটি।
আফগানিস্তানে বোমা বিস্ফোরণ, নিহত ৫আফগানিস্তানের উত্তরপূর্বাঞ্চলে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন নিহত ও সাতজন আহত হয়েছেন। দেশটির স্থানীয় পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। মঙ্গলবার সকাল ৮টা ৩৫ মিনিটে কুন্দুজ প্রদেশের কাবুল ব্যাংক শাখার কাছে বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের দায় এখনো কোনো গোষ্ঠী স্বীকার করেনি।
কেএএ/এএসএম