খেলাধুলা

তামিমিয়ান-সাকিবিয়ান না হয়ে বাংলাদেশের ভক্ত হতে বললেন তামিম

 

সাকিব আল হাসানের সঙ্গে তামিম ইকবালের দ্বন্দ্ব প্রকাশ্যে আসার পর থেকে ভক্তরাও দুই ভাগ হয়ে গেছেন। এক পক্ষের সমর্থকরা আরেক পক্ষকে সহ্য করতে পারেন না। শুধু সাকিব-তামিম নয়, খেলোয়াড়দের ফ্যানবেজ ভাগ হয়ে গেলে দেশের ক্ষতি হয় বলে মনে করছেন তামিম ইকবাল।

Advertisement

অধিনায়ক হিসেবে টানা দ্বিতীয়বার ফরচুন বরিশালকে চ্যাম্পিয়ন করার পর তামিম ইকবাল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সবার প্রতি আহ্বান জানালেন, বাংলাদেশ নিয়ে ভাবতে, কোনো ব্যক্তি নিয়ে নয়।

তামিম বলেন, 'কোনো তামিমিয়ান নেই, সাকিবিয়ান নেই, মাশরাফিয়ান নেই। একটাই জিনিস, সেটা হলো শুধু বাংলাদেশ। এসব জিনিস তরুণ প্রজন্মকে ধ্বংস করে! দয়া করে এটা বন্ধ করুন!'

দেশসেরা ওপেনার যোগ করেন, 'আপনি আমার ভক্ত হতে পারেন, আপনি সাকিবের ভক্ত হতে পারেন, আপনি মাশরাফির ভক্ত হতে পারেন কিন্তু দল যখন খেলে তখন বাংলাদেশের ভক্ত হন।'

Advertisement

'দয়া করে তরুণ দলকে সমর্থন করুন, তারা ভুল করবে তবে দয়া করে তাদের সমর্থন করুন, এটি আপনার দল। দয়া করে একসাথে থাকুন।'-আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলা তামিম অনেকটা আবেগাপ্লুত হয়েই কথাগুলো বললেন।

এমএমআর/