খেলাধুলা

গলে স্মিথ এবং অস্ট্রেলিয়ার দিন

নেতৃত্ব ফিরে পেয়ে ব্যাট হাতেও যেন নিজেকে নতুন করে চেনাতে শুরু করলেন অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ। প্যাট কামিন্স ইনজুরির কারণে নেই। ফলে অস্ট্রেলিয়ার অধিনায়কত্বের ভার দেয়া হয় স্মিথের ঘাড়ে।

Advertisement

অধিনায়ক হয়ে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টেও সেঞ্চুরি করেছিলেন। খেলেছিলেন ১৪১ রানের ইনিংস। একই মাঠে টানা দ্বিতীয় টেস্টে আবারও সেঞ্চুরি করে ফেললেন অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত অধিনায়ক। দ্বিতীয় দিন শেষে স্টিভেন স্মিথ অপরাজিত ১২০ রানে। সেঞ্চুরি করেছেন অ্যালেক্স ক্যারেও। তিনিও অপরাজিত ১৩৯ রান করে।

জোড়া সেঞ্চুরিতে গল টেস্টের দ্বিতীয় দিনটা নিজেদের করে নিয়েছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় দিন শেষে ৩ উইকেট হারিয়ে অসিদের রান ৩৩০। ২৫৭ রানে অলআউট হওয়া শ্রীলঙ্কার চেয়ে প্রথম ইনিংসে এখনও পর্যন্ত ৭৩ রান এগিয়ে গেছে সফরকারীরা।

৯ উইকেটে ২২৯ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করেছিলো শ্রীলঙ্কা। শেষ উইকেটে দ্বিতীয় দিনের শুরুতে স্কোরবোর্ডে আরও ২৮ রান যোগ করে অলআউট হয় লঙ্কানরা। স্কোরবোর্ডে তাদের নামের পাশে শোভা পাচ্ছিলো ২৫৭ রান। মিচেল স্টার্ক, ম্যাথিউ কুনেম্যান, নাথান লিওন নেন ৩টি করে উইকেট।

Advertisement

লঙ্কানদের করা ২৫৭ রানের জবাব দিতে নেমে ট্রাভিস হেড এবং উসমান খাজা ৩২ রানের জুটি গড়ে বিচ্ছিন্ন হয়ে যান। আউট হন ট্রাভিস হেড ২২ বলে ২১ রান করে। ৪ রান করে বিদায় নেন মার্নাস লাবুশেন। ৩৬ রান করে আউট হন ‍উসমান খাজা।

এরপরই ২৩৯ রানের অপরাজিত জুটি গড়ে শ্রীলঙ্কার সামনে বড় পাহাড় হয়ে দাঁড়ান অস্ট্রেলিয়ার স্মিথ ও অ্যালেক্স ক্যারে।

আইএইচএস/

Advertisement