বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের প্রথম কাউন্সিলে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আব্দুর রহমান। এছাড়া সংগঠনটির সাধারণ সম্পাদক পদে সোহেল রানা সম্পদ ও সাংগঠনিক সম্পাদক পদে আসাদুজ্জামান নুর নির্বাচিত হয়েছেন।
Advertisement
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের পাশে পল্টন কলেজ মাঠে সংগঠনটির কাউন্সিল ও ভোটগ্রহণ হয়। ভোটগ্রহণ শেষে বিকেল ৫টায় ফলাফল ঘোষণা করা হয়।
ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার আবু হানিফ। নির্বাচনে মোট ভোটার ছিলেন ২৪০ জন, ভোট দেন ১৭৮ জন। সাংগঠনিক সম্পাদক পদে ৩টি ভোট বাতিল হয়।
আরও পড়ুন
Advertisement
ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খানসহ কেন্দ্রীয় নেতারা। বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ গণঅধিকার পরিষদের অঙ্গসংগঠন।
শ্রমিক অধিকার পরিষদের প্রথম কাউন্সিলে সভাপতি পদে প্রার্থী ছিলেন মো. আরিফুল ইসলাম ও আব্দুর রহমান। সাধারণ সম্পাদক পদে আল ইমরান ও মো. সোহেল রানা সম্পদ, সাংগঠনিক পদে মো. আসাদুজ্জামান নুর, মো. ওমর ফারুক ও কবিতা খাতুন প্রতিদ্বন্দ্বিতা করেন।
এএএম/কেএসআর/এমএস
Advertisement