দেশজুড়ে

মরিচক্ষেতে পড়ে ছিল তরুণীর মাথাবিহীন মরদেহ

রংপুরের পীরগঞ্জে এক তরুণীর মাথাবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার চতরা গ্রামের একটি মরিচক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

Advertisement

ফিঙ্গারপ্রিন্ট বিশ্লেষণে ওই তরুণীর পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তিনি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দিলালপাড়া গ্রামের রবিউল ইসলামের মেয়ে দিলওয়ারা বেগম (২৫)।

পুলিশ জানায়, চতরা গ্রামের একটি মরিচক্ষেতে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক টিম ঘটনাস্থলে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট বিশ্লেষণ করে তার পরিচয় নিশ্চিত করে। নিহতের পরনে ছিল সালোয়ার ও পায়জামা।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ফারুক বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছ। অন্য কোথাও হত্যার পর মরদেহটি চতরা গ্রামে ফেলে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে হত্যার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

Advertisement

এদিকে, মরদেহের মাথা উদ্ধারের চেষ্টা চলছে। রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরিদল আশপাশের জলাশয়ে তল্লাশি চালিয়েছে। তবে শুক্রবার বিকেল ৫টা পর্যন্ত মাথাটি উদ্ধার করা সম্ভব হয়নি।

জিতু কবীর/এসআর/এমএস