টানা দ্বিতীয়বার ফাইনালে ফরচুন বরিশাল। পরপর দুইবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শিরোপা হাতে তুলে নিতে পারবেন তামিম ইকবাল? চিটাগং কিংস ফাইনালে কতটা চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারবে বর্তমান চ্যাম্পিয়নদের?
Advertisement
এমন নানা প্রশ্ন সামনে রেখে বিপিএলের শিরোপা নির্ধারণী লড়াইয়ে মুখোমুখি ফরচুন বরিশাল এবং চিটাগং কিংস। যদিও পেশাদারিত্বের জায়গা, তবুও তামিম ইকবালকে খেলতে হচ্ছে নিজ শহরের বিপক্ষেই।
ফাইনালের মত মহাগুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতলেন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ব্যাট করার আমন্ত্রণ জানান চিটাগং কিংস অধিনায়ক মোহাম্মদ মিঠুনকে।
কোয়ালিফায়ার-১ এ চার বিদেশি ডেভিড মালান, কাইল মায়ার্স, মোহাম্মদ নবি আর মোহাম্মদ আলি খেলেছিলেন বরিশালের হয়ে। আজ ফাইনালেও বরিশাল একাদশে আছেন এ চারজন। অবাক করা ব্যাপার হলো, নিউজিল্যান্ডের অলরাউন্ডার জিমি নিশামকে উড়িয়ে এনেও ফাইনালের একাদশে রাখেনি বরিশাল।
Advertisement
আইএইচএস/