দেখতে দেখতে চলে এলো সেই মাহেন্দ্রক্ষণ। নানা চড়াই-উৎড়াই আর বিতর্ক পেরিয়ে ফাইনালের মঞ্চে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশতম আসর। বিপিএলের এই ফাইনাল ঘিরে দর্শক উদ্দীপনাও তুঙ্গে।
Advertisement
বিপিএলের শিরোপা লড়াইয়ে আজ মুখোমুখি ফরচুন বরিশাল আর চিটাগং কিংস। ম্যাচ শুরু হবে সন্ধ্যা ছয়টায়, টস আধ ঘণ্টা আগে।
এরই মধ্যে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের ভেতরে-বাইরে রীতিমত উৎসবের আমেজ দেখা যাচ্ছে। বিকেল সাড়ে চারটার মধ্যেই গ্যালারির বেশিরভাগ পূর্ণ হয়ে গেছে। মাঠের বাইরে অপেক্ষা করছেন অনেক দর্শক।
গ্যালারি এবং মাঠের বাইরে সব জায়গায় ফরচুন বরিশালের সমর্থকই বেশি দেখা যাচ্ছে। গ্যালারি সেজেছে লাল রঙে।
Advertisement
দর্শকদের কারো হাতে প্লেকার্ড, কারো মাথায়-হাতে ব্যান্ড। গ্যালারি আর মাঠের বাইরে দেখা গেলো প্রায় একই চিত্র। বরিশাল-বরিশাল ধ্বনিতে আকাশ বাতাস কাঁপছে। চিটাগং কিংসের সমর্থক হাতে গোণা।
ফরচুন বরিশালের খেলোয়াড়রা শেষ মুহূর্তে মাঠের মধ্যে গা গরম করছেন। মুশফিক-মাহমুদউল্লাহরা মেতেছেন ফুটবল নিয়ে। অন্যপ্রান্তে চিটাগং কিংসের কয়েকজন ক্রিকেটারকেও দেখা গেলো ব্যাট-বল নিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতিতে।
এমএমআর/আইএইচএস/
Advertisement