একঝাঁক তরুণ তারকাদের হাত ধরে যাত্রা শুরু করেছে বিজ্ঞাপনী সংস্থা ‘আরবিট ক্রিয়েটিভ হাব’। বুধবার (৫ ফেব্রুয়ারি) এটি উদ্বোধন করা হয়। এ প্রতিষ্ঠান থেকে বিজ্ঞাপন, ওভিসি, কন্টেন্ট মার্কেটিংয়ের পাশাপাশি গ্রাফিক্স ডিজাইন, ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, ইভেন্ট ম্যানেজমেন্টসহ ধরনের ক্রিয়েটিভ সার্ভিস দেওয়া হয়।
Advertisement
এসময় শুভকামনা জানিয়ে চিত্রনায়ক ইমন বলেন, ‘এটি ভালো একটি উদ্যোগ। যেকোনো ভালো উদ্যোগের সঙ্গে থাকতে পারলে ভালো লাগে। আরবিট ক্রিয়েটিভ হাব যেকোনো সমস্যার বড় সমাধান। অনলাইন ও অফলাইন ব্যবসার সকল প্রকার বিজ্ঞাপন আরবিট ক্রিয়েটিভ হাব আরও সহজ করছে। আমার শুরুটা হয়েছিল বিজ্ঞাপন দিয়ে। তারাও বেশকিছু বিজ্ঞাপন নির্মাণের পরিকল্পনা করেছে। সেই কাজগুলোতেও আমাকে পাওয়া যাবে। আশা করি ভালো কিছু হবে।’
সুবহা বলেন, ‘এটি ক্রিয়েশনের জায়গা। আমরা ভালো কাজের জন্য ভালো জায়গা পাই না। কিন্তু আরবিট ক্রিয়েটিভ হাব সেরা। আমি এই প্রতিষ্ঠানের সঙ্গে আছি।’
আরও পড়ুন একুশে পদক পাচ্ছেন ‘ছুটির ঘণ্টা’র নির্মাতা আজিজুর রহমান ভীষণ সম্মানিত বোধ করছি: ফেরদৌস আরাএসময় আরও উপস্থিত ছিলেন ‘আরবিট ক্রিয়েটিভ হাব’র প্রতিষ্ঠাতা সিইও মো. কাজী কাদের নেওয়াজ এবং ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রেজওয়ান, কণ্ঠশিল্পী ও কোরিওগ্রাফার আর্শিনা প্রিয়া, চলচ্চিত্র পরিচালক অনিক বিশ্বাস, অভিনেতা এস এম জনি, অভিনেতা রুশ শেখ, নাট্যপরিচালক জিয়াউদ্দিন আলম, তন্ময় খান, অভিনেতা আরফান আনিক, কণ্ঠশিল্পী এফ এ প্রীতম প্রমুখ।
Advertisement
এমআই/এমএমএফ/জিকেএস