দেশজুড়ে

কুমিল্লায় বাহারের বাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ

কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সদর আসনের সাবেক সংসদ সদস্য হাজী আ ক ম বাহাউদ্দীন বাহারের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে ছাত্র-জনতা।

Advertisement

বুধবার (৫ ফেব্রুয়ারি) দিনগত রাত ১টার দিকে নগরীর মুন্সেফবাড়িতে এ ভাঙচুর করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১টার দিকে ছাত্র-জনতা নগরীর মুন্সেফবাড়ি এলাকায় মিছিল নিয়ে জড়ো হন। এ সময় বিক্ষুব্ধ জনতা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ সময় বাহারের বাড়ির জানালার গ্রিল ভাঙার চেষ্টা করেন তারা। অনেকে বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করেন। একপর্যায়ে বাড়িটিতে ভাঙচুর চালানো হয়। পরে পেট্রোল ঢেলে বাড়ির কয়েকটি কক্ষে এবং ভবনের সামনে আগুন ধরিয়ে দেওয়া হয়।

৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরও বাহারের ওই বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালায় বিক্ষুব্ধরা। এরপর থেকে বাড়িটিতে আর কেউ থাকেন না।

Advertisement

এদিকে রাত সাড়ে ১২টার দিকে নগরীর রামঘাট এলাকায় কুমিল্লা মহানগর ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর চালানো হয়। বিক্ষুব্ধরা দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়ের প্রধান ফটকের সামনে থাকা ইটের গাঁথুনি ভেঙে ফেলেন। এরপর নগরীতে বিক্ষোভ মিছিল করে তারা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা মহানগরের আহ্বায়ক আবু রায়হান বলেন, ভারতে পালিয়ে যাওয়া স্বৈরশাসক শেখ হাসিনা দেশকে নিয়ে ষড়যন্ত্র শুরু করছেন। তিনি দেশ থেকে পালানোর পর থেকে কখনো ভিডিও বার্তা, কখনো অডিও বার্তার মাধ্যমে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছেন।

তিনি আরও বলেন, ফ্যাসিস্ট হাসিনার এসব অপতৎপরতা দেশের ছাত্র-জনতা মেনে নেবে না। তাই বিক্ষুব্ধ ছাত্র-জনতা আওয়ামী লীগের অফিস ভাঙচুর শেষে বাহারের বাড়িতে ভাঙচুর করে আগুন দিয়েছে। এই বাহার বছরের পর বছর ধরে কুমিল্লার মানুষের ওপর অত্যাচার ও নির্যাতন চালিয়েছেন।

জাহিদ পাটোয়ারী/এএইচ/এএসএম

Advertisement