ফিচার

সংগীত সাধনায় প্রাচী চাকীর এগিয়ে চলা

টাঙ্গাইল সংগীতাঙ্গণের এক তারকা কণ্ঠশিল্পীর নাম প্রাচী চাকী। শুদ্ধ সংগীত চর্চায় যে কয়জন নবীন শিল্পী জেলার সংগীতাঙ্গণকে ধারণ করে রেখেছেন, তাদের মধ্যে প্রাচী অন্যতম। সুরের মুর্ছনায় রাঙিয়ে যাচ্ছেন টাঙ্গাইলের আকাশ-বাতাস। তার মোহনীয় কণ্ঠে আপ্লুত হোন দর্শক-শ্রোতা।

Advertisement

প্রাচী বর্তমানে টাঙ্গাইলের কুমুদিনী সরকারি কলেজে দ্বাদশ শ্রেণিতে মানবিক শাখায় পড়াশোনা করছেন। শহরের টাউন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষাজীবন শুরু করেন তিনি। বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মানবিক বিভাগে এ প্লাস নিয়ে এসএসসি পাস করেন ২০২৩ সালে। এটুকু শিক্ষাজীবনেও সাফল্য কম নয় প্রাচীর। পিএসসিতে পেয়েছিলেন টেলেন্টপুলে বৃত্তি। এসএসসিতেও ছিল শিক্ষাবৃত্তি। জীবনের লক্ষ্য নির্ধারণ করে পারিবারিক সিদ্ধান্তে মানবিক শাখায় পড়াশোনা করছেন।

কিশোরী কণ্ঠশিল্পী প্রাচীর সংগীতে হাতেখড়ি বাংলাদেশ শিশু একাডেমি টাঙ্গাইল জেলা শাখায়। প্রথম ওস্তাদ ছিলেন অর্পিতা চৌধুরী। মাত্র আড়াই বছর বয়সে অর্পিতা চৌধুরীর কাছে সংগীতে তালিম নেওয়া শুরু করেন। এ সময় সংগীতের পাশাপাশি কবিতা আবৃত্তি করতেন। এখানেও তার বিশেষ দখল। আবৃত্তিতে হাতেখড়ি নেন অধ্যাপক তরুণ ইউসুফের কাছে। তারপর তরুণ সংগীতশিল্পী ও প্রশিক্ষক সুবীর অধিকারীর কাছে কিছুদিন সংগীতে তালিম নেন। রাজশাহী বিদ্যালয়ের সংগীত বিভাগের অধ্যাপক ড. অসিত রায়ের তত্ত্বাবধানে পরিচালিত উচ্চাঙ্গ সংগীতের প্রতিষ্ঠান ষড়জ পঞ্চমে ১২ বছর যাবত শাস্ত্রীয় সংগীতে তালিম নিচ্ছেন।

আরও পড়ুনমেহেদি পরিয়ে মাসে লাখ টাকা আয় করেন মাহমুদাকাজ করতে গিয়ে অনেক প্রতিবন্ধকতার শিকার হয়েছি: শাম্মি

এরই মধ্যে সংগীতশিল্পী প্রাচী চাকীর সাফল্যের ঝুলিতে জমেছে ৮টি জাতীয় পুরস্কার। নজরুল সংগীত, রবীন্দ্রসংগীত, লোকসংগীতকে কেন্দ্র করে তার সব পুরস্কার ও সনদপত্র। ব্যতিক্রমী আয়োজন ভজন সংগীত প্রতিযোগিতায় দুটি জাতীয় পুরস্কারও অর্জন করেন প্রাচী। জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা, জাতীয় শিক্ষা সপ্তাহ, বঙ্গবন্ধু শিশু-কিশোর প্রতিযোগিতা কোনোটিতেই অংশগ্রহণ এবং পুরস্কার গ্রহণ বাকি নেই। জাতীয় পুরস্কারের ক্ষেত্রে প্রথম, দ্বিতীয়, তৃতীয়সহ সব মানের ক্রেস্ট এবং সনদপত্র আছে পারিবারিক শোকেসে।

Advertisement

প্রাচীর বাবা শ্যামল কুমার চাকী টাঙ্গাইলের লায়ন নজরুল ইসলাম মহাবিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক। তিনি হোমিও চিকিৎসকও। মা শিল্পী রানী সরকার সুগৃহিণী। শিল্প ও সাহিত্যের প্রতি অগাধ শ্রদ্ধা ও অনুরাগ প্রাচীর। একমাত্র বড় ভাই ধ্রুব চাকী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্মাসি বিভাগে সম্মান শ্রেণিতে পড়ছেন। ধ্রুব নিজেও সৌখিন শিল্পী। মূলত বাবা-মা এবং ভাইয়ের ঐকান্তিক প্রচেষ্টা, প্রেরণা ও আন্তরিক সহযোগিতা প্রাচীর জীবনের অমূল্য পাথেয়।

পড়াশোনার পাশাপাশি সংগীত সাধনা নিয়ে প্রাচী এগিয়ে যাচ্ছেন লক্ষ্যের দিকে। সময়ের হাত ধরে তিনি হতে চান বরেণ্য সংগীতশিল্পী। এ বিষয়ে দেশ-বিদেশে উচ্চতর ডিগ্রি অর্জনের প্রবল ইচ্ছা আছে তার। তাই উপমহাদেশের প্রয়াত ও জীবিত সংগীতশিল্পীদের গান শোনেন, আবৃত্তি করেন এবং তাদের জীবনী পাঠ করেন। প্রাচীর স্বপ্নছোঁয়ার গল্প আরও দীর্ঘ হোক। প্রাচী এগিয়ে যাক জীবনের পূর্ণতার দিকে।

এসইউ/এইচআর/জেআইএম

Advertisement