আন্তর্জাতিক

নিশান-হোন্ডার একীভূতকরণ আলোচনা স্থগিত

এক হয়ে যাওয়ার আলোচনা স্থগিত করেছে জাপানের দুই প্রধান অটোমোবাইল নির্মাতা নিসান মোটর ও হোন্ডা মোটর। উভয় কোম্পানির মধ্যে একীভূতকরণের শর্তাবলী নিয়ে মতবিরোধের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে জাপানভিত্তিক সংবাদমাধ্যম নিক্কেই এশিয়া।

Advertisement

নিক্কেই এশিয়ার প্রতিবেদন অনুসারে, একটি যৌথ হোল্ডিং কোম্পানির অধীনে উভয় সংস্থার মূল্যায়ন নিয়ে মতানৈক্যের কারণে আলোচনা ব্যর্থ হয়েছে। নিশান মোটর এরই মধ্যে গত বছরের ডিসেম্বরে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) থেকে নিজেদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা করেছে।

হোন্ডা প্রস্তাব করেছিল যে হোন্ডার একটি অধীনস্থ প্রতিষ্ঠান (সাবসিডিয়ারি) হয়ে যাবে নিশান। তবে নিশান এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে। নিশান চেয়েছিল, সমান অংশীদারিত্বের ভিত্তিতে একীভূতকরণ হবে, যেখানে উভয় কোম্পানির সমান কর্তৃত্ব থাকবে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) নিশানের শেয়ারের মূল্য ৪ দশমিক ৮৭ শতাংশ কমে যায়, যা টোকিও স্টক এক্সচেঞ্জ বন্ধ হওয়ার আগে পর্যন্ত অব্যাহত ছিল। অন্যদিকে, হোন্ডার শেয়ারের মূল্য এক পর্যায়ে ১২ শতাংশ বৃদ্ধি পায় ও দিন শেষে ৮ দশমিক ১৯ শতাংশ বেড়ে যাওয়ার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়।

Advertisement

এদিকে, হোন্ডা ও নিশান বুধবার পৃথক বিবৃতিতে গণমাধ্যমে প্রকাশিত খবরের সত্যতা স্বীকার করেছে।

কোম্পানি দুইটি জানিয়েছে, তারা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে, যার মধ্যে গণমাধ্যমে প্রকাশিত তথ্যও রয়েছে। গত বছরের ২৩ ডিসেম্বর স্বাক্ষরিত চুক্তির ভিত্তিতে তারা নিজেদের সিদ্ধান্ত নির্ধারণ করবে ও ফেব্রুয়ারির মাঝামাঝি আনুষ্ঠানিক ঘোষণা দেবে।

গত বছরের ডিসেম্বরে উভয় কোম্পানি ঘোষণা করেছিল যে ২০২৬ সালের আগস্ট মাসের মধ্যে একটি যৌথ হোল্ডিং কোম্পানি গঠনের লক্ষ্য নিয়ে আলোচনা শুরু করা হয়েছে। এই একীভূতকরণ সফল হলে, এটি বিশ্বের তৃতীয় বৃহত্তম অটোমোবাইল গ্রুপ হিসেবে আত্মপ্রকাশ করতো।

হোন্ডা নিশানকে একটি অধীনস্থ প্রতিষ্ঠান হিসেবে যুক্ত করার মাধ্যমে পুনর্গঠনের প্রক্রিয়া দ্রুততর করার প্রস্তাব দিয়েছিল। গত নভেম্বরে নিশান বিশ্বব্যাপী তাদের ৯ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিলেও, শ্রমিকদের তীব্র বিরোধিতার কারণে এই পরিকল্পনা বাস্তবায়নে সমস্যা দেখা দেয়। তাই নিশান হোন্ডার দেওয়া পুনর্গঠন প্রস্তাবের বিরোধিতা করে। এরপরই মূলত উভয় সংস্থার মধ্যে মতপার্থক্য বাড়তে থাকে।

Advertisement

নিক্কেই এশিয়া বলছে, চলমান পরিস্থিতিতে উভয় পক্ষ সিদ্ধান্ত নিয়েছে যে একীভূতকরণের আলোচনা চালিয়ে যাওয়া সম্ভব নয়। তবে এখন পর্যন্ত এটা স্পষ্ট নয় যে ভবিষ্যতে এই আলোচনা পুনরায় শুরু হবে কি না।

সূত্র: নিক্কেই এশিয়া

এসএএইচ