জাতীয়

হালনাগাদে বাদ পড়লে ভোটার হওয়া যাবে ১১ এপ্রিল পর্যন্ত

চলমান ভোটার তালিকা হালনাগাদে বাড়ি বাড়ি কার্যক্রমে যারা বাদ পড়েছেন তারা ১১ এপ্রিল পর্যন্ত ভোটার হতে পারবেন।

Advertisement

বুধবার (৫ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, বাড়ি বাড়ি গিয়ে ভোটার তথ্য সংগ্রহের কাজ শেষ হয়েছে। যারা ভোটারযোগ্য কিন্তু এখনো ভোটার হননি, তারা ১১ এপ্রিল পর্যন্ত নিকটস্থ ভোটার রেজিস্ট্রেশন কেন্দ্রে অথবা সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসে প্রয়োজনীয় কাগজপত্রসহ যোগাযোগ করে ভোটার হতে পারবেন।

আরও পড়ুন হালনাগাদ ভোটার তালিকা ভুল এলে সংশোধন করবেন যেভাবে  নির্বাচনকে প্রশ্নাতীত করতে সব ভোটার তালিকার তথ্য যাচাই করা হবে 

এর আগে ইসি সচিব আখতার আহমেদ জানান, সোমবার (৩ ফেব্রুয়ারি) পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদে ৪৯ লাখ ৭০ হাজার ৩৮৮ জন ভোটারের তথ্য সংগ্রহ করা হয়েছে। তবে নতুন ভোটারের লক্ষ্যমাত্রা ছিল ৬১ লাখ ৮৯ হাজার।

Advertisement

এমওএস/কেএসআর/জিকেএস