ক্যাম্পাস

ঢাবির বিজয় একাত্তর হল ডিবেটিং ক্লাবের নেতৃত্বে তানিম-অমি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হল ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হলেন আসিফ আদনান অমি ও সাধারণ সম্পাদক তানিম হোসেন।

Advertisement

সোমবার (৩ ফেব্রুয়ারি) ক্লাবটির সমাপনী অধিবেশন ও নির্বাচনী বিতর্ক শেষে সাবেক সভাপতি-সাধারণ সম্পাদক ও মডারেটর এই কমিটির অনুমোদন দেন।

নব-নির্বাচিত সভাপতি আসিফ আদনান অমি বলেন, বিজয় একাত্তর হল ডিবেটিং ক্লাব সর্বদা চেষ্টা করেছে বিতর্ক শিল্প নিয়ে কাজ করার, যেই ছেলেটা মুখ ফুটে কথা বলতে ভয় পেত, তাকেও অধিকার সোচ্চার করার। সেই ধারাবাহিকতা ধরে রেখে ২৪-২৫ সেশনের দায়িত্বপ্রাপ্ত হিসেবে আমরা চেষ্টা করবো, শিক্ষার্থীদের মননে যুক্তির পুষ্প প্রষ্ফুটিত করতে। যুগের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে জ্ঞানচর্চার বিকাশ মাধ্যম হবে বিজয় একাত্তর হল ডিবেটিং ক্লাব।

সাধারণ সম্পাদক তানিম হোসেন বলেন, বিজয় একাত্তর হল ডিবেটিং ক্লাব সবসময় শিক্ষার্থীদের যুক্তি ও মুক্তবুদ্ধি চর্চার প্লাটফর্ম হিসেবে কাজ করবে। আমরা চেষ্টা করবো অগ্রজদের ধারা ও পরামর্শ অনুসরণ করে ক্লাবকে এগিয়ে নিতে। নতুন বাংলাদেশে ভালো বিতার্কিকের পাশাপাশি ভালো মানুষ গড়তে আমরা অঙ্গীকারবদ্ধ।

Advertisement

এমএইচএ/জেএইচ/জেআইএম