দেশজুড়ে

চলছে বয়ান, বিকেলে যৌতুকবিহীন বিয়ে

তাবলিগ জামাত আয়োজিত ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে রোববার। আর সোমবার থেকে শুরু হয়েছে তিনদিন ব্যাপী প্রথম পর্বের ইজতেমার দ্বিতীয় ধাপ। মুসল্লিদের উদ্দেশে বয়ান চলছে ইজতেমার মূল মঞ্চ থেকে।

Advertisement

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হবে যৌতুকবিহীন বিয়ে। বুধবার আখেরি মোনাজাতের মাধ্যমে প্রথম পর্বের দুই ধাপের ইজতেমা শেষ হবে।

দ্বিতীয় ধাপের তিন দিনের বিশ্ব ইজতেমায় ঢাকার যাত্রাবাড়ী, কেরানীগঞ্জ, মোহাম্মাদপুর, মুন্সিগঞ্জ, জামালপুর, মানিকগঞ্জ, জয়পুরহাট, সিলেট, সিরাজগঞ্জ, মেহেরপুর, টাঙ্গাইল, পাবনা, নরসিংদী, সাভার, কিশোরগঞ্জ, কক্সবাজার, নোয়াখালী, গোপালগঞ্জ, ঝালকাঠি, বরগুনা, মাদারীপুর, শরীয়তপুর, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, নওগাঁ, বান্দরবন জেলা থেকে মুসল্লিরা অংশগ্রহণ করছেন। এই ধাপে ঢাকার একাংশসহ ২২টি জেলার মুসল্লিরা অংশগ্রহণ করছেন। তারা ইজতেমা ময়দানে মোট ৪০টি খিত্তায় অবস্থান নিয়েছেন।

তাবলিগ জামাত বাংলাদেশের শুরায়ি নেজাম মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

মঙ্গলবার যারা বয়ান করবেন

মঙ্গলবার বাদ ফজর থেকে ফের বয়ান শুরু হয়েছে। বয়ান করছেন পাকিস্তানের মাওলানা উবায়দুল্লাহ খুরশিদ। তার বয়ান বাংলায় তর্জমা করছেন বাংলাদেশের মাওলানা জাকারিয়া।

সকাল পৌনে দশটায় বয়ান মিম্বারের সামনে ওলামায়ে কেরামের সঙ্গে কথা বলবেন ভারতের মাওলানা ইব্রাহীম দেওলা। এসময় মাদরাসা ছাত্রদের সঙ্গে কথা বলবেন পাকিস্তানের মাওলানা ফরীদ সাহেব। বাদ জোহর বয়ান করবেন ভারতের মাওলানা ঈসমাইল গোদরা। বাদ আসর বয়ান করবেন ভারতের মাওলানা জুহাইরুল হাসান। তিনি ইজতেমা ময়দানে যৌতুকবিহীন বিয়ে পড়াবেন।

বাদ মাগরিব বয়ান করবেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা। আগামীকাল আখেরি মোনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘটবে প্রথম পর্বের দুই ধাপের ইজতেমা।

আমিনুল ইসলাম/এফএ/জেআইএম

Advertisement