মিরপুর ১৪ নম্বর টেকপাড়া বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে বলে জানা গেছে।
Advertisement
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিবুল হাসান।
আরও পড়ুন২০২২ সালে অগ্নিকাণ্ডে মারা গেছেন ৯৮ জনঅগ্নিকাণ্ড প্রতিরোধে গণপূর্ত মন্ত্রণালয়ের ৫ নির্দেশনারাকিবুল হাসান বলেন, মিরপুর ১৪ নম্বর টেকপাড়া বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও হতাহতের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি বলেও জানান তিনি।
Advertisement
কেআর/এমআরএম/জেআইএম