কুমিল্লায় দর্শন পরিবারের পুনর্মিলনী ও স্মরণিকা ‘প্রজ্ঞালোক’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) সরকারি কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়।
Advertisement
সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক নূরুর রহমান খানের সভাপতিত্বে এবং কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক শারমিন জামান ও তাইমুর হোসেন ভূঁইয়া সজিবের সঞ্চালনায় পুনর্মিলনী উদ্বোধন করেন কুমিল্লা শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর ইন্দুভূষণ ভৌমিক।
এসময় কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক শামসুল আলম, কুমিল্লা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সৈয়দা বিলকিস আরা বেগম, কুমিল্লা টিচার ট্রেনিং কলেজের অধ্যক্ষ অধ্যাপক ফেরদৌসী আক্তার, কুমিল্লা ভাষা সৈনিক অজিতগুহ কলেজের প্রিন্সিপাল মো. শরীফুল ইসলাম, কুমিল্লা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মিজানুর রহমান, সরকারি মহিলা কলেজের সাবেক উপাধ্যক্ষ অধ্যাপক লিয়াকত আলী, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক রফিকুল ইসলাম, পরশুরাম সরকারি কলেজের প্রিন্সিপাল একেএম হারেস, সাবেক অধ্যাপক মো. শাহজাহান, চৌয়ারা আদর্শ কলেজের সাবেক প্রিন্সিপাল এএইচ এম শহীদুল্লাহ, টিচার ট্রেনিং কলেজ ঢাকার উপাধ্যক্ষ অধ্যাপক ড. এজেডএম ওবায়দুল্লাহ, প্রফেসর সোহরাব হোসেন, নবীনগর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক আহসান পারভেজ, অধ্যাপক আজহারুল ইসলাম ভূঁইয়া, অধ্যক্ষ আবু সেলিম ভূঁইয়া, অধ্যক্ষ উমর ফারুক চৌধুরী, অধ্যক্ষ জেসমিন আক্তার, অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ, নাঙ্গলকোট কলেজের প্রভাষক মো. মাইনউদ্দিন, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক শিক্ষার্থী ও ঢাকা সাব এডিটরস কাউন্সিলের কল্যাণ সম্পাদক মো. সাফায়েত হোসেন, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সাজ্জাদুল কবির, ব্যাংকার আব্দুল্লাহ আল মামুন, সহকারী অধ্যাপক মোজাফফর আহমদ, সহকারী অধ্যাপক পিজুস কুমার সরকার, সহকারী অধ্যাপক গোলাম কিবরিয়া সরকার, অ্যাডভোকেট আনিসুর রহমান, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী রৌশন আরা, বৈশাখী টেলিভিশনের কুমিল্লা প্রতিনিধি আনোয়ার হোসেন, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক শিক্ষার্থী এনামুল হক সবুজ, সরকারি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষিকা নাবিলা হালিম প্রমুখ বক্তব্য রাখেন।
আরএইচ/জেআইএম
Advertisement