খেলাধুলা

নিয়মরক্ষার ম্যাচে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠালো ইংল্যান্ড

সিরিজ এরই মধ্যে ভারত জিতে নিয়েছে। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারত এগিয়ে ৩-১ ব্যবধানে। পঞ্চম ও শেষ ম্যাচটি তাই হয়ে দাঁড়িয়েছে কেবল নিয়মরক্ষার।

Advertisement

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এই ম্যাচে টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। অর্থাৎ ভারত প্রথমে ব্যাটিং করবে।

ভারতীয় একাদশঅভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, রিঙ্কু সিং, শিভাম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণুই, মোহাম্মদ শামি, বরুন চক্রবর্তী।

ইংল্যান্ড একাদশফিল সল্ট, বেন ডাকেট, জস বাটলার (অধিনায়ক), হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, জ্যাকড বেথেল, জেমি ওভারটন, ব্রাইডন কার্সে, জোফরা আর্চার, আদিল রশিদ, মার্ক উড।

Advertisement

এমএমআর/