মালদ্বীপের ইমিগ্রেশন বিভাগ কে হুরা আইল্যান্ডে অভিযান পরিচালনা করে ৪৬ জন অবৈধ প্রবাসী শ্রমিককে আটক করেছে। বুধবার সকাল ৬টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পুলিশের সহযোগিতায় বিশেষ অভিযান পরিচালনা করে ইমিগ্রেশন।
Advertisement
ইমিগ্রেশন বিভাগ থেকে জানানো হয়েছে, হুরায় অবৈধভাবে বসবাসকারী আটক ৪৬ প্রবাসীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাদের পরিচয় প্রকাশ করেনি ইমিগ্রেশন।
আরও পড়ুন উপকূলে ভেসে আসা ২০ মরদেহ লিবিয়াতেই সমাহিত মালদ্বীপে মোটরসাইকেল দুর্ঘটনায় বাংলাদেশি নিহতমালদ্বীপে অনিয়মিত অভিবাসনের বিরুদ্ধে ২০২৩ সালে অভিযান শুরু হয়েছিল। এখন পর্যন্ত পাঁচ হাজারের বেশি প্রবাসীকে মালদ্বীপ থেকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
মালদ্বীপের রাজধানীতে চলমান অভিযান থেকে বাঁচতে অনেক অবৈধ প্রবাসী আইল্যান্ডগুলোতে চলে যায়। এরপর থেকেই আইল্যান্ডগুলোতে অভিযান জোরদার করে ইমিগ্রেশন বিভাগ।
Advertisement
এমআরএম/জিকেএস