দেশজুড়ে

কুয়াশার চাদরে ঢাকা পড়েছে দিনাজপুর

তাপমাত্রা না কমলেও সকালে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে দিনাজপুর। সঙ্গে হিমেল বাতাসে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

Advertisement

রোববার (২ফেব্রুয়ারি) সকাল ৬টায় ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে দিনাজপুর আবহাওয়া অফিস। এর আগে শনিবার তাপমাত্রা ছিল ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিসের তথ্য মতে, জেলায় তাপমাত্রা বেড়েছে। তবে বায়ুমণ্ডলের উপরিভাগে জলীয় বাষ্পের পরিমাণ অত্যধিক হারে থাকায় দুপুর পর্যন্ত সূর্যের দেখা মিলছে না। রোববার ঘনকুয়াশা দেখা দিয়েছে। বাতাসের গড় গতিবেগ ঘণ্টায় দুই কিলোমিটার।

এই অবস্থায় আগুন জ্বালিয়ে শীত থেকে বাঁচার চেষ্টা করছেন অনেকে। শীতে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছেন। জরুরি কাজ ছাড়া মানুষ বাড়ি থেকে বের হচ্ছেন না। কুয়াশা থাকায় সড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন।

Advertisement

দিনাজপুরের আবহাওয়া অফিসের অফিসার ইনচার্জ মো. তোফাজ্জল হোসেন বলেন, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় কুয়াশা বেশি।

এমদাদুল হক মিলন/এফএ/এএসএম