দেশজুড়ে

তিন শর্ত মানলেই সাদপন্থিদের সঙ্গে ঐক্যবদ্ধ ইজতেমা

বিভক্তির ফলে গত কয়েক বছর ধরে দুই পর্বে পৃথকভাবে ইজতেমা করছেন মুসল্লিরা। ইজতেমার ময়দান দখল করাকে কেন্দ্র করে উভয় পক্ষের একাধিকবার প্রাণহানিও ঘটেছে। তবে তিনটি শর্ত মেনে নিলেই ঐক্যবদ্ধ ইজতেমা সম্ভব বলে জানিয়েছেন শুরায়ি নেজাম, তাবলিগ জামাত বাংলাদেশ’র শীর্ষ মুরুব্বি প্রকৌশলী মাহফুজ হান্নান।

Advertisement

রোববার (১ ফেব্রুয়ারি) সকালে বিশ্ব ইজতেমা ময়দানে পুলিশের ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন তিনি। এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যে কারণে ইজতেমা বিভক্ত হলো সে কারণটা সমাধান হলেই ঐক্যবদ্ধ হওয়া যায়। ওই কারণটার জন্য আমাদের ওলামায়ে কেরাম ও সারা বিশ্বের আলেমরা তিনটি শর্ত দিয়েছেন।

শর্তগুলো হচ্ছে-মাওলানা সাদ নিজেকে এককভাবে নেতা মনে করছেন। আমরা বলেছি এককভাবে নয়, এটি একটি সুরার মাধ্যমে চলবে।

আরেকটি হচ্ছে উনি (মাওলানা সাদ) নিজস্বভাবে ওনার দাদা পর-দাদারা ইজতেমার জন্য তাবলিগের যে নিয়ম করে গেছেন, মাশওয়ারা ছাড়াই নতুন নতুন কিছু নিয়ম সৃষ্টি করেছেন। যা বাদ দিতে হবে।

Advertisement

তৃতীয় শর্তটি হচ্ছে মাওলানা সাদ সাহেব কোরআন হাদিসের খেলাফ যেসব মনগড়া বক্তব্য দিয়েছেন, সেগুলো থেকে তাকে ফিরে আসতে হবে।

এই তিনটি জিনিস যদি মাওলানা সাদ সাহেব মেনে নেন তাহলে আমাদের ঐক্যবদ্ধ হতে আর কোনো বাধা থাকবে না। আমাদের সঙ্গে কারো কোনো দুশমনি বা টাকা পয়সার জন্য ভাগ হয়নি। আমরা শরিয়তের কারণে এখানে আটকে আছি।

আমিনুল ইসলাম/এফএ/এমএস

Advertisement