দুই ভুবনের দুই তারকা। একজন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। আরেকজন গায়িকা সাবরিনা পড়শী। নতুন প্রজন্মের কাছে দুজনের গ্রহণযোগ্যতা আকাশছোঁয়া। আসন্ন ভালোবাসা দিবস উপলক্ষে নির্মিত একটি নাটকে তারা রোমান্টিক জুটি হয়ে হাজির হতে যাচ্ছেন।
Advertisement
এ নাটকের নাম রাখা হয়েছে ‘মনেরই রঙে রাঙিয়ে’। এর গল্প লিখেছেন ও পরিচালনা করেছেন কে এম সোহাগ রানা। তিনি জানান, ২৩ জানুয়ারি এ নাটকটির শুটিং শুরু হয়েছে সিলেটের জাফলংয়ে। চলবে ২৭ জানুয়ারি পর্যন্ত।
নাটকের গল্প প্রসঙ্গে তিনি বলেন, যেহেতু ভালোবাসা দিবসের নাটক তাই প্রেমের গল্পকে বেছে নিয়েছি। তৌসিফ ও পড়শী প্রেমের রঙে রঙিন হয়ে আসবেন পর্দায়। গল্পটি দর্শকের মন ছুঁয়ে যাবে বলে আমার বিশ্বাস।
নাটকটিতে তৌসিফ-পড়শী ছাড়া আরও অভিনয় করেছেন এমএনইউ রাজু, মাহমুদুল ইসলাম মিঠু, সাদনিমাসহ অনেকে।
Advertisement
পরিচালক জানান, ‘মনের রঙে রাঙিয়ে’ নাটকের জন্য নতুন একটি গানও গেয়েছেন পড়শী। এতে দ্বৈত কণ্ঠ দিয়েছেন ও সুর-সংগীত করেছেন আরফিন রুমি। গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন।
এলআইএ/জেআইএম