সোশ্যাল মিডিয়া মানেই এখন গুজব মনে হয়। কোনটি সত্য, কোনটি মিথ্যা—বিশ্বাস করাই কঠিন। এই গুজবের ছড়াছড়ি নতুন কিছু নয়। কারণ চার দেওয়ালের মাঝে বসে যে কোনো কিছুই লিখে ফেলা যায়। সেটি মানুষের কাছে বিশ্বাসযোগ্য হোক বা না হোক। তেমনই একটি রাত গেল ২৩ জানুয়ারি। রাতভর গুজবে সয়লাব হয়েছে দেশ।
Advertisement
আব্দুল্লাহ আল জোবায়ের লিখেছেন, ‘লাইলাতুল গুজব দেখে ঘুমটাও ভালো হয়েছে। সকালটাও খুব সুন্দর, ঘুম থেকে উঠুন...।’
সিদ্দিকী নাজমুল আলম লিখেছেন, ‘ব্যাংকক সার্জিস চলে গেছে। কুমিল্লায় হাসনাত। আসিফ দুবাই।’
রূপম রাজ্জাক লিখেছেন, ‘প্রধান উপদেষ্টা বিদেশ সফরে গেলেই এরা গুজব ছড়ায়। এবারের গুজবের শিরোনাম ‘পালিয়ে সুইজারল্যান্ডে গিয়ে পদত্যাগের ঘোষণা দিলেন ইউনুস’। এদের এত কারেন্ট আসে কোত্থেকে?’
Advertisement
আরও পড়ুন
সোশ্যাল মিডিয়ায় শিক্ষকদের স্মরণ নূর হোসেন চত্বর ঘিরে নেটদুনিয়ায় আলোচনাসাব্বির আহমেদ লিখেছেন, ‘তাইলে শেষ পর্যন্ত কে কোথায় পালালো? ময়ুখ রঞ্জনের সবশেষ তথ্য কী বলছে? বিস্তারিত কেউ বলতে পারবেন?’
মো. শাওন মাহমুদ লিখেছেন, ‘কী দিন আইলো, এরা ঘুমের ঘোরেও সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহকে দেখে!’
ওয়াসিম ফারুক লিখেছেন, ‘সারা রাত্র পিটাইছে সাপ, সকালে দেখে দড়ি!’
Advertisement
সৈয়দ আল হাসান শিমুল একটি ভিডিও পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘কাল সারারাত ছিল গুজবের রাত।’
এসইউ/এমএস