দেশজুড়ে

মিরসরাইয়ে শিক্ষার্থীদের নিয়ে খাদে পড়ে গেলো পিকনিকের বাস

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে পিকনিকের বাস খাদে পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৫ জন।

Advertisement

শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ৭টার দিকে উপজেলার মিঠাছরা এলাকার চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা সবাই নারায়ণগঞ্জের তুলারাম কলেজের শিক্ষার্থী, শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির নেতা। বার্ষিক শিক্ষা সফরের অংশ হিসেবে চট্টগ্রামের দর্শনীয় স্থানগুলোতে পরিদর্শনের উদ্দেশ্যে যাচ্ছিলেন তারা।

জানা গেছে, শিক্ষা সফরের উদ্দেশ্যে শুক্রবার ভোরে নারায়ণগঞ্জ তুলারাম কলেজের শিক্ষার্থীরা বের হন। ঢাকা-চট্টগ্রামের মিঠাছরা পার হওয়ার সময় এক মানসিক ভারসাম্যহীন লোককে বাঁচাতে গিয়ে মহাসড়কের পাশে খাদে আছড়ে পড়ে তাদের বাস। এতে ওই লোকটি ঘটনাস্থলেই মারা যান।

Advertisement

জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন জানান, আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।

এম মাঈন উদ্দিন/জেডএইচ/এমএস